টিক টিক

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০২:০৫:২১ দুপুর

টিক টিক



ঘড়ির কাটার

টিক টিক ধ্বনি

করিয়ে দেয় মনে

সময় যে চলছে বয়ে

অপেক্ষা নাহি করে।

প্রবাদে না আছে

সময় এবং স্রোত

অপেক্ষা নাহি করে।

সময় বয়ে চলছে

তার আপন গতিতে।

তেমনি বয়ে চলছে

জীবন পাতার হিসেব যে।

বাড়ছে বয়স

কমছে সময়

নির্ধারিত আয়ু হতে।

মৃত্যু যে আসবেই একবার

চির সত্য সকলেই জানি।

তারপরও কেমন করে

যেন ভুলে থাকি?

মেতে থাকি দুনিয়া দারিতে

রং রুপ আর রসের মধ্যে।

কমছে সময়

আসছে এগিয়ে

মৃত্যু দিনের শীতল থাবা যে।

যে কোন দিন

পড়ব ধরা

সৃষ্টিকর্তার এক ইশারাতে।

বিষয়: সাহিত্য

১৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File