‘জানতে চাইছি’
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০১:০১:৩৩ রাত
‘জানতে চাইছি’
আমি জানতে চাইছি
এ সব কি সত্যি!
ভাল বাস না কি আমাই?
শুনেই তাজ্জব আমি,
আমার মাঝে কি এমন
পদার্থ দেখলে তুমি।
কি পেলে আমার মাঝে
যাতে পাগল হলে তুমি।
আজ জানতে চাচ্ছি
সত্যিই ভাল বাস কি আমায়!
আজ বলবে কি সব
যা শুনছি সত্যিই কি।
গোলাম মাওলা,বাসাবো,ঢাকা।
বিষয়: সাহিত্য
১৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন