অভিনয়

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৩:৫৭ রাত

অভিনয়

ভুল হয়ে গেছে

বড়য় ভুল,

তোমাকে ভালবেসে

তোমার প্রেমে

অন্ধ হয়ে।

এই অবুজ মন

প্রেমে পড়েছিল,

তোমার রূপের।

মজেছিল

তোমার হাসিতে।

ফেঁসেছিল তোমার

ঐ কাজল চোখে।

ভুল হয়ে গেছে

বড়য় ভুল,

তোমার সঙ্গে

মধুর কাটানো সময়।

কি সেই দিনগুলি

আজ বুজছি সবই

অভিনয় অভিনয়।



বিষয়: সাহিত্য

১৪০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File