বাড়িয়ে ছিলাম হাতখানি

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০২ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪৫:৫৮ রাত

বাড়িয়ে ছিলাম হাতখানি

হাতটা বাড়িয়ে ছিলাম

তখন ধরণি আমার হাত খানি,

ফিরিয়ে দিয়েছিলে শূন্য হৃদয়ে।

বলেছিলে ভালবেসে ধরেছ

তুমি অন্য কারও হাত যে।

ব্যর্থ হয়ে, এক বুক কষ্ট নিয়ে

ফিরে এসেছিলাম আমার পথে।

দুজনের পথ তখন হতে

আলাদা পথে আলাদা ট্র্যাকে

সময় গড়িয়ে চলছিল বেশ।

আজ অনেক দিন বাদে তোমায় দেখে

পড়ল মনে,

সে সময় বাড়ানো হাতটা ধরলে

আজ আমি ও তুমি

থাকতাম একত্রে।

অথচ এখন

তোমার বাড়ানো হাতটা

ছেড়েছে তোমার ভালবাসার সেই মানুষটি।

আমারও নেই সাধ্যি

আবার ধরি

নতুন করে তোমার হাত খানি।

বাস্তবতা, সমাজ আজ সবই যে

আমাদের বিরোধী।

কি আর করা বল

এভাবেই কাটবে সময়

হৃদয়ের রক্ত ক্ষরণে ।

১২.১২pm ২-৯-১৩

https://www.facebook.com/golammaula.akas/posts/574038275997435

বিষয়: সাহিত্য

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File