চাদের বুড়ি

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ৩০ আগস্ট, ২০১৩, ১০:০২:২৮ রাত

চাদের বুড়ি

সকলে গেছে ঘুমের দেশে

ঘুম না হয়ে পারে,

একলা আমি আছি জেগে

চাঁদ মামারই সাথে।

চাদের বুড়ি চরকা দিয়ে

কাটছে সুতো গড় গড়িয়ে

গুন গুনেতে ধরছে গান

আপন মনের বেশে।

জেগে জেগে একলা বসে

শূন্য ছাদে মশার গানে

জোছনা স্নাত প্রকৃতিতে

দেখছি সবে নুতুন করে

নতুন রুপে ইট পাথরের শহরটাকে

লাগছে বড় অদ্ভুতুড়ে।

চাঁদ মামার ঐ চন্দ্রলোকে

দেখছি আমি চাঁদ বুড়িকে

এক মনে সে কাটছে সুতো

করছে গান গুন গুনিয়ে।

বিষয়: সাহিত্য

২৬৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File