“পাবে তুমি”
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ৩০ আগস্ট, ২০১৩, ১২:১০:২০ দুপুর
“পাবে তুমি”
না বললেও পাবে তুমি
ভালবাসার উপহার
লাল গোলাপের লক্ষ তোড়া।
না বললেও তোমায় নিয়
ঘুরতে যাব টিএসসি কিংবা চন্দিমায়,
না বললেও দেব তোমায়
ভাল বাসার দামি উপহার,
ভালবাসা দিবসে বা প্রতিদিন।
আলাদা দিবস না চাও
প্রতিদিনই তো
তোমার জন্য আমার ভালবাসা দিবস।
এমনিই বলব প্রতিদিন প্রতি ক্ষণ
কানে কানে প্রাণে প্রাণে
ভালবাসি ভালবাসি
ভীষণ ভীষণ।
গোলাম মাওলা, বাসাবো, ঢাকা
বিষয়: সাহিত্য
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন