ঘাতক এ ব্যাধি
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৮ আগস্ট, ২০১৩, ১১:২১:২৫ রাত
ঘাতক এ ব্যাধি
বিয়েটা বোধ হয়
এবার করতেই হয়,
বাবা-মা আত্মীয়স্বজন
ধরেছে আমায়
ফেলিয়াছে বড় চিপায়।
বিয়েটা বোধ হয়
এবার করতেই হয়,
রাজি হয়ে শুধু গেলেই হয়।
চুক্তি করেছে কিংসু মামা
দশ লাখ টাকা আর
সঙ্গে এক খানা হোন্ডা।
দিতে হবে বর হিসেবে
এটি যেন আমার পাওনা।
আমি ভাবি বা বেশ তো
সুন্দরী আবার সঙ্গে
দশ লাখ আর হোন্ডা ফ্রি।
এমন করে আমরা সকলে
আজ করেছি দাড়
এক ঘাতক ব্যাধি
যৌতূক নাম যার।
আসুন এবার হয়েছে সময়
সচেতন হয় সচেতন করি
সমাজ হতে উপড়ে ফেলি
ঘাতক এ ব্যাধি ।
আসুন শপথ নিই , যৌতুকে কে না বলি।। .........। আমি নিলাম , আপনি??
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন