কি হনুরে ক্ষমতা পেয়ে

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৪ আগস্ট, ২০১৩, ০১:১৫:০৭ দুপুর

কি হনুরে ক্ষমতা পেয়ে

সংবিধান গণতন্ত্র

কি ভালয় না দুটি শব্দ।

সংবিধানের কত যেন অনুচ্ছেদে,

বলা আছে

রাষ্ট্র ক্ষমতার মালিক,

আম জনতা যে।

গণতন্ত্রের সুবেশী নামে

অর্থেয় বলা আছে

সকল ক্ষমতার সূত্রপাতে

আবার সে আম জনতা যে।

গণতন্ত্রের নির্বাচনে

যে ক্ষমতায় আসে

গঠন করে সরকার সে

জনগণের ম্যন্ডেট নিয়ে।

সরকারী দল

কিংবা

বিরধি দল

যে যখন ক্ষমতায় থাকে,

তখন দেখি ঐ দুটি শব্দকে

হাস্য সম্পদে

পরিণত করে।

পেশি শক্তি আর সন্ত্রাস বলে

আম জনতা যে

পিঁপড়ের মত মরে।

কি হনুরে

আমরা এখন

গণতন্ত্র আর সংবিধানের

ক্ষমতা বলে।

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File