I LOVE YOU কেন শুধু একটি সংরক্ষণশীল শ্রেণীর জন্য
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২২ আগস্ট, ২০১৩, ১১:৫২:০৬ সকাল
I LOVE YOU কেন শুধু একটি সংরক্ষণশীল শ্রেণীর জন্য
আমি আজ কাল প্রায় সকলকে এস এম এস করলে শেষে লিখি LOVE U, LOVE U MAMA, LOVE U DOST, LOVE U JAN( MAHIN, RONI), LOVE U DADA(আমার ভাই দের)আর দেখলাম আসলে এটি বেশ কাজের।
এই বিশেষ কাজটি আমি শিখেছি আমার এক দুলাভাই এর কাছে। দুলাভাই তার বস কে ফোন দিয়েয় সালাম দিয়ে বলে I LOVE U SIR.
এখন আমি আমার ভাতিজি দের সঙ্গে কথা বললেই( একটা ১০ বছর, আর একটা ৫ বছর) শুরু করি I LOVE U MA. শেষও করি এই দিয়ে। ভাগনাদের জাস্ট বলি LOVE U MAMA. কিন্তু বাবা মা দের কখনো বলা হয় নি মুখে। তবে সাহস নিয়ে কোন একদিন বলে ফেলব।
ও আর একটা বিষয় এটি অবশ্য অনেক দিনের অভ্যাস সকলকে মোবাইলে সালাম দিয়ে শুরু করা।
>> আসুন না আজ হতে প্রিয় জন, বন্ধু, ভাই, বাবা, মা দের সঙ্গে LOVE U বলে শুরু করতে না পারলেও সালাম দিয়ে তো শুরু করা যায়।
>> I LOVE YOU কেন শুধু একটি সংরক্ষণশীল শ্রেণীর জন্য আমরা বরাদ্দ করব। এটি সবার, এটি সকলকে বলার, সবার পাওনা।
সবশেষে I LOEV YOU( ALL BLOGAR)।
কি একটি বারও বল বে না
বল বে না মোরে
বল বে না ভাল বাসি।
গোলাম মাওলা, বাসাবো, ঢাকা
বিষয়: বিবিধ
১৬১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন