হে রমণীরা

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৪ আগস্ট, ২০১৩, ১১:২৯:১১ রাত

হে রমণীরা

কত নাম যে ভিড় করে

কত মুখ যে মনে পড়ে

স্মৃতির খেলাঘরে।

এক এক করে

উদয় হয় ভাল লাগা

সে সব রমণীর নাম যে।

হে রমণীরা

তোমাদের চেয়েছিলাম

মনের গোপন কুটিরে

একান্তকরে পেতে।

প্রকৃতি দেয়নি সুযোগ

ভাগ্য হয়নি প্রসন্ন

তাই তোমরা আজ

চলে গেছ বহুদূরে

অন্য পুরুষের

বাহু ডোরে।

জানিনা আছ কেমন?

আশা করি ভালই আছ

তোমরা সবে

আমারই মতন।

বিষয়: সাহিত্য

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File