“চক চক করলেই সোনা হয় না”
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৯ জুলাই, ২০১৩, ০২:০২:১৬ রাত
“চক চক করলেই সোনা হয় না”
প্রবাদটা মনে হয় আজ কাল আমরা ভুলেই গেছি। আমাদের মনে এখন উল্টাটা আসন গেড়ে বসেছে। অর্থাৎ “ চক চক করলেই সোনা”।
আগে বিয়ের জন্য মেয়ে দেখত গেলে গরু খাসীর মত মত খুঁটিয়ে খুঁটিয়ে দেখত মেয়েদের। আর এ কাজটা আমাদের মুরুব্বীরা খুব ভাল ভাবে করতেন, তাদের সন্তান, ভাগ্নে, ভাইপো, নাতি দের জন্য। আর এ জন্য তাদের লাল সালাম ।
এটিই মনে হয় ভাল ছিল( যদিও তা অমানবিক)। তারপরও এখনকার যুগ জামানা দেখে আমার এখন মনে হচ্ছে আগের সময় টায় মনে হয় ভাল ছিল, আগের সিস্টেম টায় ভাল ছিল।
কারণ তাদের দেখা মেয়ে ছিল সবচেয়ে ভাল। তারা সব দিক দিয়ে সোনাটা বেছে নিতেন।তারা যেমন দেখতেন বংশ পরিচয়, তেমনি দেখতেন বিভিন্ন বিষয়। তাদের প্রশ্ন গুলি হতেই তাদের চয়েস কৃত মেয়েদের একটা ধারনা পাওয়া যায়।
>>এই মেয়ে একটু হেটে দেখাতো মা।
>> তোমার চুল দেখাও তো মা ।
>> তোমার দাঁত দেখাতো মা।
>> একটু হাসত মা।
>> সুরা ফাতেহা পড় তো মা।
>> বলত মা এশার নামাজ কয় রাকাত।
>> মা সর্ষে ইলিশ কি ভাবে রান্না করবে বা রেসিপিটা বল তো।
>> যারা একটু সংস্কৃতি মনা তাদের কেও কেও প্রশ্ন করতেন, একটা নজরুল সংগীত গেয়ে শোনাও তো মা।
>> আরও কত কি???
আজ কাল আমাদের পরিবারের উপর শ্রদ্ধা উঠে গেছে, আমারা সম্মান দিতে ভুলে গেছি ময় মুরুব্বিদের। তাইতো আজ আমাদের এত পতন ও নিন্মগামিতা, পরিবারে অশান্তি। পরিবারের বন্ধন ছিন্ন করে একক পরিবার গড়ে তুলতে ব্যস্ত। আমাদের মাঝে বন্ধন আজ ছিন্ন ও শিথিল। সকলে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত।
ওরে রাম পাঁঠারা তোরা তো নিজের পায়ে নিজে কুড়াল মারছিস। চক চকে দেখে স্বর্ণ ভেবে মুঠিতে ভরে ফেলছিস। এক দুই বছর পর চক চকের আসল মান বুজে হতাশ হয়ে জীবনটা জেরবার করছিস। শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে ঠুঁটো জগন্নাথ
সাজছিস।
চকচক করলে সোনা নয় রে ভাই , একটু ভিতরটা পরখ করে নিস, আসল তো?
শেষে আর একটা প্রবাদ দিয়ে শেষ করছি>>> যেখানে দেখিবে ছায় , উড়িয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।
তো চক চকের ভিতরটা একটু উঠিয়ে দেখিস।
(এটি আমার একান্ত ব্যক্তিগত মত। কওকে আঘাত দিলে ছরি।)
১.১৪am ২৯-৭-১৩ https://www.facebook.com/golammaula.akas/posts/556191144448815
বিষয়: বিবিধ
১৬৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন