ভারত প্রেম কি উথলে উঠছে?
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১১ জুলাই, ২০১৩, ০৯:৫৫:৫৬ রাত
ভারত প্রেম কি উথলে উঠছে?
৭১ এ ভারতের ভূমিকার জন্য আমরা বাঙ্গালিরা কৃতঙ্গ।তারা আমাদের ১ কোটি শরণার্থীদের আশ্রয় দিয়েছে, শেষ পর্যায়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে যুদ্ধও করেছে। এ জন্য আমারা তাদের কাছে চির কৃতঙ্গ। তারা স্বাধীনতার পর হতেই আমাদের অকৃত্রিম বন্ধু বলে আসছে, আমরাও মাঝে মাঝে তা স্বীকার করি।
কিন্তু সে বন্ধুত্বের মাঝে ভালবাসা নেই। আমরা ভাল বাসলেও ভারত আমাদের ভালবাসে না। ভাল বাসলে কোন বন্ধু কি অন্য বন্ধুর ক্ষতি করতে পারে?
তাহলে আমাদের বা এত প্রেম কেন আমাদের ভারতের জন্য?
ওরা সুযোগ পেলেই আমাদের ক্ষতি করছে তা হলে আমরা কেন ওদের বন্ধু বলে পরিচয় দেব?
বন্ধু বলেই কি নিজের ............ বন্ধুর সঙ্গে ভাগ করবো?( ইচ্ছে মত কল্পনা করে নিয়েন)
তাহলে আমাদের এত ভারত প্রেম কেন ভাই বাংলাদেশিরা?
পাছামেরে বন্ধুত্বের সম্পর্কর রাখতে চাইলে আমার বলার কিছু নাই। আর তা না হলে আমার কিছু কথা আছে।
আজ আপনার ৪-১০ বছরের বাচ্চা কে হিন্দিতে প্রশ্ন করেন: আপ তুম...... (ধুর মনে আসছে না) তুমি কেমন আছ? ও সুন্দর হিন্দিতে উত্তর দিবে। এর কারণ হল আপনার বাসার ডিশ লাইন ও অতিমাত্রার হিন্দি চ্যানেল ও হিন্দি ডোরেমন কার্টুন প্রিয়তা। কি ভায়া রাতে একটু সংবাদ দেখবেন ওমা......... বউ, বাচ্চা, মা, ভাবি মিলে বিচ্ছিরি ১০০০ পর্বে পদার্পণ হিন্দি সিরিয়াল দেখতে ব্যস্ত।
ওমা মুসলিম নাম ধারী খানদের ছিনামা বের হলেই আর যাবেন কয়। পাইরেসি আর যে করেয় হক দুইদিন পরে ল্যাপটপে সে সিনেমা।
ও ভাই বাংলাদেশি আমাদের কটা চ্যানেল ওদের দেশে দেখায়?
উত্তর: একটাও না।
কটা ছিনেমা ওরা ওদের দেশে মুক্তি দেয়?
উত্তর: একটাও না।
তাহলে প্রতি বছর ওদের চ্যানেল দেখার জন্য আমাদের ০০০০০০০০ কোটি( সঠিক পরিসংখ্যান আমি জানি না, তবে অনেক) টাকা পে করছি।
আবার ওদের ছিনামা আমাদের হল গুলিতে মুক্তি দিচ্ছ? ওদের সাংকৃতিক আগ্রাসনে আজ আমরা জের বার।
বাহ বাহ কি সুন্দর বন্ধুত্বের নির্দেশন, কি বলেন বাংলাদেশি ভাইরা।
এবার আসি তাদের সীমান্ত হত্যা বিষয়ে। ভাইরা বন্ধুকে কি কেও হত্যা করে?
সে যতই হারামি হক।
উত্তর: না।
আমি বলছিনা আমাদের মাঝে চুদিরভাই মানুষ নায়। তাই বলে এত মানুষ হত্যা। এই সকলেই কি খারাপ ?
সেই ফেলানির কথা ভুলে যাননি নিশ্চয়? ভুলতেই পারেন আমরা সকলে উঠে ভারতের পানি ব্রাশ ও পেস্ট দিয়ে পরিষ্কার হয়, আবার শুতে যায় ভারতের এসি ছেড়ে। তো আমরা ভুলব নাতো কারা ভুলবে।
তাহলে আমাদের ভাই আমাদের বোনদের হত্যাকারীদের সঙ্গে এত পিরিত মারায় আমরা কেমনে, রে ভাই বাংলাদেশি?
এবার আসুন ফারাক্কার পানি, তিস্তার পানির হিস্যা। তারা কি ভাবে আমাদের ঠকাচ্ছে আমাদের ন্যায্য পাওনা হতে। অকৃত্রিম বন্ধু ভারতের একি বন্ধু সুলভ আচরণ। তাদের এই আচরণে আমরা আজ ভারত প্রেমে গদো গদো।
আজ আমাদের যুবকের হাতে PHENSEDYL বা ফেন্সিডিল বা ডালের বোতল তুলে দেবার নেপথ্যে রয়েছে ভারত। প্রতি বছর ফেন্সিডিল বাবদ আমরা ভারতকে দিচ্ছি ৮০০ কোটি টাকারও বেশি।
@@@@আর আমার প্রশ্ন ভারতে কি সত্যি কেও খায় এই PHENSEDYL । না তাদের ডাঃ রা এটির প্রিসকেপশন করে এটির?
না তারা আমাদের বাংলাদেশের তরুণদের টার্গেট করে এটির উৎপাদন করে?
ভারতে যদি কেও না খায় তাহলে তারা এটির উৎপাদন কেন করছে?
এটিই কি তাদের আমাদের প্রতি বন্ধুত্বের নিদর্শন?
PHENSEDYL বা ফেন্সিডিল সম্পর্কে আরও জানতে ক্লিক করুন ।
http://forum.projanmo.com/topic44530.html
এইতো সম্প্রতি সুন্দর বনের কলিজায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে কি না উৎসাহ তাদের। আর তাদের উৎসাহে আমাদের শেখ পুত্রীও প্রেমে নিমগ্ন। আহ কি নিদারুণ প্রেম।
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি সম্পর্কর জানতে ক্লিক করুন http://forum.projanmo.com/topic43730.html
আর ভারতের ক্রিকেট কে যারা সমর্থন করে, এমন কিছু কুলাঙ্গার আছে যারা ভারত বাংলাদেশ খেলা হলেও ভারতের পক্ষে ছাপট মারে। এদের ক্রিকেটারদের বাংলাদেশ সম্পর্কে বলা কথা গুলি একটু মনে রাখেন প্লিজ।
মন্তব্য: নিজের মারান দিয়ে বন্ধুত্ব, আহ ভালয় তো কি বলেন । লাইলি মজনু, সিরি ফরহাত, রোমিও জুলিয়েট ফেল আমাদের ভারত প্রেমের কাণ্ডে।
৫.২০pm ১১-৭-১৩
https://www.facebook.com/golammaula.akas/posts/547884098612853
বিহারি দের উর্দু প্রেম -- আর ইহুদিদের হিব্রু প্রেম https://www.facebook.com/golammaula.akas/posts/547758231958773
বিষয়: রাজনীতি
১২৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন