মায়া গো মায়া

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১০ জুলাই, ২০১৩, ০৪:২১:৪০ বিকাল

মায়া গো মায়া

হে পৃথিবী

কি মায়ার জালে

করেছ আবদ্ধ এই আমাকে?

তোমাকে ছাড়তে হয়না যে ইচ্ছে!

তোমার রূপ রস গন্ধের মাঝে

ইচ্ছে হয় যে ডুবে থাকতে ।

তোমার রূপের মায়া মোহোয়

নিবিষ্ট হয়ে প্রেমে বিগলিত

প্রেমিক আমি

তোমারই অপরূপা রূপের।

জানি আসছে ফুরিয়ে

জীবন নামের প্রদীপের

জ্বালানি যে।

তার পরও কি এক মোহয়

আবিষ্ট আমি যে তোমার

রূপ রস আর গন্ধের।

এই করে সকলেই যেন

ভুলে গেছি মেতে আছি

দুনিয়াবি রঙ্গে।

এই মায়ায় মজে

আমরা সকলে চলছি আজ

অজানা পথের ঠিকানায়।

৩.৪৫pm ১০-৭-১৩

http://www.facebook.com/golammaula.akas/posts/547301335337796

বিষয়: সাহিত্য

১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File