প্রাপ্তির অপূর্ণতা
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৭ জুলাই, ২০১৩, ০২:৪২:৩৮ রাত
প্রাপ্তির অপূর্ণতা
কত কিছুই না ভাবি মনে মনে
কত স্বপনই না দেখি স্মৃতি চারণে,
সব স্বপ্ন সকল ভাবনা
পূর্ণ কি হয়?
মাঝে মাঝে শূন থেকে যায়
প্রাপ্তির হিসেবে।
এই তো জীবন এমন করেই
পাওয়া না পাওয়ার
পূর্ণতা অপূর্ণতার মাঝা মাঝি
বয়ে চলে জীবনের দিন রাত্রি।
১.৫৭AM,৭-৭-১৩
http://www.facebook.com/golammaula.akas/posts/545762942158302
বিষয়: সাহিত্য
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন