আসুন নিজের ব্লগ নিজেই বানায় ওয়ার্ডপ্রেস দিয়ে । (ফ্রী বাংলা ভিডিও টিউটোরিয়াল)
লিখেছেন লিখেছেন বজলুর রহমান ০১ জুলাই, ২০১৩, ০৩:২১:২০ দুপুর
সুপ্রিয় ব্লগার ভাইয়েরা, প্রথমেই আমার সালাম গ্রহন করবেন আসসালামুয়ালাইকুম । অনেকদিন ধরেই ভাবছি আমার প্রিয় ব্লগ EarnTricks এ লিখব কিন্তু সময় হয়ে উঠেনা । এটি আমার প্রথম পোস্ট তাই একটু ভয়ও কাজ করছে । জানিনা ব্লগার ভাইয়েরা আমার প্রথম লিখাটি কিভাবে গ্রহন করবেন । তবে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব এরপর থেকে ধারাবাহিক কোন বিষয় নিয়ে পোস্ট করার। আমার আজকের পোস্ট এর বিষয় হলো "কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সহজেই ব্লগ সাইট তৈরি করতে পারি "।
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হলো ওয়ার্ডপ্রেস । সারাবিশ্বে ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় হবার মুল কারন হল এটি দিয়ে অতি অল্প সময়ে আপনি আপনার ব্লগ সাইট তৈরি করতে পারেন এবং মানেজ করা অত্যন্ত সহজ । আরেকটি উল্লেখযোগ্য কারন হল ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন খুব সহজেই বানানো বা বিনামূল্যে পাওয়া যায় । শুধু লিখে বা দুই একটি পোস্ট এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস এর A to Z বুঝানো একটু কঠিন ব্যাপার। আর তাই এই টিউন করার আগেই আমি প্রস্তুতি নিয়েছিলাম যে আপনাদের ওয়ার্ডপ্রেস এর উপর আমার বাংলা টিউটোরিয়াল উপহার দেব । আর এ জন্যই আমি আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস এর উপর সাত পর্বের বাংলা টিউটোরিয়াল তৈরি করেছি । যাতে আপনারা সহজেই ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ বা প্রোফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন । তো http://www.wordpress.org থেকে Latest version wordpress download করে এবং আপনার পিসিতে wamp বা xamp install করে দেখতে থাকুন আমার ওয়ার্ডপ্রেস এর উপর বাংলা টিউটোরিয়ালগুলো আর এক দিনেই তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে আকর্ষণীয় ওয়েবসাইট ।
ওয়ার্ডপ্রেস এর উপর বাংলা টিউটোরিয়ালগুলো দেখতে বা ডাউনলোড করতে পারবেন আমার ব্লগ সাইট থেকে । ভাল লাগলে দয়া করে কমেন্টস করবেন এবং না ভাল লাগলে সমালোচনা করবেন যাতে পরবর্তীতে সংশোধন করে আরও ভালো টিউন করতে পারি। পরবর্তীতে Basic HTML, CSS, JQuery, PSD TO HTML এর উপর সাত পর্বের ভিডিও এবং কোডসহ টিউন করার চেষ্টা করবো । সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি ।
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন