যাত্রা
লিখেছেন লিখেছেন আমি হোসেন ২৯ জুন, ২০১৩, ১১:৫৪:৫১ রাত
যাত্রা
হাটিতেছিলাম অনেক দূরের পথ বেয়ে
পথের শেষপ্রান্তে এসে,
নিজেকে তখন দেখলাম চেয়ে,
উৎফুল্ল নয়নে, ক্লান্তিময় দেহে,
আবেগময় মন আর উদাসীনভাবে।
নিজের মনকেও দেখতে চাইলাম,
শুধু পারলাম না দেখতে,
নিজের নয়নে নয়ন রাখতে।
বুঝেছি অনেক কথা,
দেখেছি অনেক ব্যথা।
পলক নেড়ে অবুঝ চাহনিতে,
অন্যের দ্বারে, নিজের কহনা,
অনেক দিয়েছি নিজের বাহবা।
তবুও কষ্ট রইল মনে,
পারছি না আর সইতে কোন মতে।
আমি আমার পথকে আগলে আছি,
দেখেছি, শতদল দুঃখ নিয়ে যাচ্ছি।
নিয়েছি, সব ই নিজের দ্বারে
খুলিনি মুখ, অন্যের তরে।
যাত্রা পথে আমি এক অশুভ কঙ্কাল,
তবুও বলে যাই তোদের-
আমি ছাড়ি নাই আমার হাল।
চলছি, চলব যতদূর পারি,
আরো আছে যত কাল।
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন