আমাদের দেশের সবচেয়ে করুন সত্য...!!!

লিখেছেন লিখেছেন দক্ষিনের জলদস্যু ২০ জুলাই, ২০১৩, ১২:৩৩:১২ রাত

আমাদের দেশের সবচেয়ে করুন সত্যঃ

আগেই বলে রাখি,আমার বংশে কোনো টুপি দাড়িওয়ালা মানুষ নেই।তবুও আমি তাদেরকে অন্যদের থেকে আলাদা করে দেখি।

আশেপাশে কোনো টুপি দাড়িওয়ালা মানুষ দেখলে আমরা যেমন মন্তব্য করিঃ হুজুর/মোল্লা/তালেবান/রাজাকার,ইত্যাদি।

আমরা কি কখনো ভেবে দেখেছি যে,তারা কিভাবে এই হুজুরীয় জীবন কাটান?

তারা আমাদের মত আড্ডা দিতে পারেন না,প্রকাশ্যে ইভটিজিং করতে পারেন না,গার্লফ্রেন্ড নিয়ে ডেট করতে পারেন না,বন্ধুদের গালি দিয়ে সম্বোধন করতে পারেন না,ডেইলি স্টাইল চেন্জ করতে পারেন না,চাইলেই হৈ হুল্লোড় করতে পারেন না। এক কথায় তাদের জীবনের উপভোগের বিষয় আমাদের তুলনায় অতি নগন্য। তবে তারা কি আমাদের কাছ থেকে একটু সম্মান,শ্রদ্ধা আশা করেন না? বরং আমরা তাদেরকে পান থেকে চুন খসতে দেখলেই তাদের অপমান করা শুরু করি। ভুল মানুষ মাত্রই হয় কিন্তু তাদের তিল পরিমান ভুলকে আমরা তাল মনে করি কেনো?

যারা জীবনের আনন্দগুলো বিসর্জন দিয়ে পরকালের উপর ভরসা করে আছে,তারা কি একটু সহানুভুতি পাওয়ার যোগ্য না?

যারা মাদ্রাসায় পড়েছেন তাদেরকে হয়তো আমরা কম শিক্ষিত বা অসামাজিক মনে করি।কিন্তু কেনো? শিক্ষাজীবনে আমাদের চেয়ে কম কষ্ট করেন না।বরং প্রত্যহিক জীবনে মানবেতর জীবন পার করেও লান্ছিত হন।

শিক্ষাগত এই বিভেদটা গড়ে দিয়েছে তত্‍কালীন বৃটিশ সরকার।কই তাদের প্রতি প্রতিবাদ কই?এদের নিয়ে আমি আজ পর্যন্ত একটিও প্রতিবাদমূলক স্ট্যাটাস ফেসবুকে পাই নাই,সত্যি বলছি। আরও কিছু হলেই বিমানে করে তাদের মুত্র পরিস্কার করে দিতে যাই আমরা।

তাদের পোশাক সম্মান পাওয়ার যোগ্য,উপহাসের নয়।

আমাদের সহমর্মিতার দৃষ্টিভঙ্গিই পারে সমাজে সমতা আনতে। তাই আসুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি।

আমি তাদের জীবনের ত্যগগুলোকে সম্মান করি।

জাতিকে সামনে এগিয়ে নিতে হলে এই একগুচ্ছ হুজুরকে নিয়েই এগিয়ে যেতে হবে কারন, এই 'একগুচ্ছের' পরিমান মোটেই কম নয়!

বিষয়: রাজনীতি

১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File