ফ্রি উইল নাকি প্রি-ডেস্টিনেশন?

লিখেছেন লিখেছেন সত্যবাক১৯৭৯ ২৩ অক্টোবর, ২০১৩, ০১:৩৩:২৭ দুপুর

মানুশ যা করে তা কি আল্লাহ মানুশ কে দিয়ে করান

নাকি কাজের উপর মানুশেরও দায়ভার আছে?

আল্লাহ তায়ালা পবিত্র কুরানের

সুরা হাদিদ:২২,সুরা আল

আনাম:৫৯,সুরা আলে ইমরান:১৫৪,সুরা আল

হিজর:২১,

সুরা তালাক:৩,সুরা কামার:৪৯,সুরা ইবরাহিম:৪,সুরা

আলে ইমরানে:২৬

নং আয়াতে বলেছেন :

১।আল্লাহ সকল কিছুর ভুত-ভবিষত

জানেন,মানুশের আগামিকাল

কি হবে তা তিনি জানেন,লিখে রেখেছেন।

২।আল্লাহ যাকে ইচ্ছা পজেটিভ রেসাল্টদান

করেন,যাকে ইচ্ছা নেগেটিভ রেজাল্ট দান করেন।

৩।আল্লাহ ইতিহাসের গতি-প্রকৃতি নিয়ন্ত্রন

করেন

কিন্তু এর অর্থ কি এই যে মানুশের ফ্রি উইল

নেই,মানুশ রোবোট এর মত?মানুশ কে আল্লাহ

নিয়ন্ত্রন করবেন এবং আবার মানুশ

কে তিনি জান্নাতে পাঠাবেন,জাহান্নামে পোড়াবেন

?তা কি ধরনের ন্যায়বিচার?

উত্তর:

#আল্লাহ সব জানেন তার অর্থ কি এই,

যে তিনি সব কাজের জন্য দায়ি?মানুশ

যা করবে তা আল্লাহ জানেন,এর অর্থ কি এই,

যে আল্লাহ দায়ি?

ধরুন,আপনি শিক্ষক, আপনার ছাত্র আপনার

সামনে বসে আপনার দেওয়া একটা সরল অংক করছে।

আপনি অংকের উত্তর জানেন।আপনি দেখলেন

যে আপনার ছাত্র অংকের এক স্টেপে ভুল করল।

আপনি জানেন যে তার উত্তর ভুল হবে,তার অর্থ

কি এই দাড়ায় যে এই ভুলের জন্য আপনি দায়ি?

নিশ্চয় ই না।

উদাহারন টা ধরতে পেরেছেন আশা করি।প্রকৃত

পক্ষএ ইইশ্বর বিষয়এ কোন উদাহারন ই

এপ্রপ্রিয়েট নয়।কিন্তু আশা করি,উদাহারনের থিম

টা বুজেছেন।

অর্থাৎ ইশ্বর সব জানেন এর অর্থ এই নয়

যে মানুশের সব কাজের জন্য ইশ্বর দায়ি।

#আল্লাহ যুদ্ধতে মুসলমানদের সাহায্য করেন এর

অর্থ এই নয় আল্লাহ মুসল্মানদের সাথে মিলে যুদ্ধ

করেন,বা যুদ্ধ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রন করেন।

বরং যারা সঠিক আকিদায়,শক্ত ও আন্তোরিক

প্রচেষ্টা য় আল্লাহ তায়ালার পথে জিহাদ তথা যুদ্ধ

করেন তাদের জন্য আল্লাহ জয়(প্রত্যক্ষ/পরক্ষ)

নিশ্চিত রেখেছেন।

তেমনি ভাবে আল্লাহ মানুশ এর

কাউকে কে সতকর্মশীল করেন আবার

কাউকে অসতকর্মশীল করেন,এর অর্থ হল,মানুশ

চেষ্টা করবে ইবাদাত করবে আল্লাহ তায়ালার

বিধি মানবে,তাকে সন্তুস্ট করবে,তাহলে আল্লাহ

মানুশ কে সতকর্মশীল রাখবেন/

করবেন,নতুবা তাদের কে বিপরিত প্রতিফল দান

করবেন।

এক্ষেত্রেও মানুশের ফ্রি উইল এর ব্যাঘাত ঘটে না।

#কিন্তু ইতিহাস কে একটি নিরদিস্ট দিকে /ধারায়

প্রবাহশীল রাখতে আল্লাহ মানব ইতিহাসের

গতিপ্রকৃতি তে প্রভাব (প্রত্যক্ষ) বিস্তার করেন।

কিন্তু এক্ষেত্রেও কথা আছে।

আল্লাহ মানুশ কে দিয়ে পাপ করান

না,বরং আল্লাহ সুবহানাহু তায়ালা মানুশ

কে নিয়ন্ত্রন করে তাকে দিয়ে ভাল কাজ করান

(কতিপয় ক্ষেত্রে)।

এখন আল্লাহ এই অনুযায়িই মানুশের ইতিহাসের

পরিবরতন করেন। কারবালার প্রান্তরে আল্লাহ

ইয়াজিদ কে দিয়ে কুকর্ম করান নি।আল্লাহ

ইতিহাসের ধারা এমন রেখেছিলেন

যাতে কারো দ্বারা ইমাম হুসেইন শাহাদাতের

পেয়ালা পান করুক।আর ইয়াজিদ নিজের

প্রচেস্টায়,কুকর্ম এ সেই খলনায়কের পথ গ্রহন

করে।এতে আল্লাহ কে দায়ি করার কোন

যুক্তি নেই।

অর্থাৎ কারবালার ময়দানে সুমহান শাহাদাত

আল্লাহ তায়ালা ইমামের জন্য নির্ধারন করেন

কিন্তু অপর দিকে আল্লাহ ইয়াজিদ এর

জাহান্নামি কুকর্ম নিজের নিয়ন্ত্রনে করান নি।

বরং ইয়াজিদ নিজেই তা গ্রহন করে নিয়েছে।

#যদি মানুশের ফ্রি উইল না'ই

থাকতো তাহলে এত শত নবি,রাসুল কিতাব

প্রেরনের কোনই যুক্তি থাকত না।জান্নাত

জাহান্নামের যুক্তি ,অর্থ থাকত না।তাই এদিক

থেকেও বলা যায় মানুশের ফ্রি উইল

থাকা সাভাবিক।

মানুশের ফ্রি উইল থাকার ইংগিত পবিত্র কুরানের

সুরা রাদ:১১,সুরা নাহল:১১২,সুরা আনকাবুত:৪০,সুরা

সাজদাহ:৪৬,সুরা দাহর:৩,সুরা কাহফ:২৯,সুরা রুম:৪১

,সুরা শুরা:২০ ইত্যাদি আয়াতে বলহয়েছে।

তাই দেখা গেল মানুশের অবশ্যি ফ্রি উইল আছে।

যা দ্বারা সে তার ভাল মন্দ নিয়ন্ত্রন করতে পারে।

উমাইয়া বংশ তাদের সকল কুকাজ আল্লাহ তায়ালার

ঘাড়ে চাপিয়েছে এবং মানুশের ফ্রি উইল

না থাকা বিষয়ে অনেক হাদিস তইরি করেছে।

আল্লাহ আমাদের এধরনের

প্রবনতা থেকে দুরে থাকার তউফিক দিন।

যেহেতু আমরা আল্লাহ তায়ালার অবস্থানের ধরন

প্রকৃতি সম্পরকে কিছুই জানি না বা জানার

পর্যায়ে নেই তাই--

ফ্রি উইল এবং প্রিডেস্টিনেশনের বিষয় এত

টা সরল না।আল্লাহ আমাদের কে এ বিষয়ে আর

জানার তউফিক দিন।

https://m.facebook.com/itmmovement?refid=5

বিষয়: বিবিধ

১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File