মানুষ এখন ভাত খাইতে গেলে, গোসল করতে গেলেও স্ট্যাটাস দেয়!
লিখেছেন লিখেছেন ফালতু ২২ জুন, ২০১৩, ১২:৩৯:৩৬ দুপুর
কিছুদিন পর হয়তো নতুন জামাই বাসর ঘর থেকে স্ট্যাটাস আপডেট করবে, "ফালতু, আমি এখন বাসরঘরে কিন্তু বউ এর কাছে যেতে ভয় লাগছে.... এখন কি করবো??"
এই স্ট্যাটাসে আবার বিদ্ধংসী সব কমেন্ট আসবে!
প্রথম্ম কমেন্টঃ দোস্ত ভাবীর আইডিটা দে.... একটা পোক মারি।
দ্বিতীয় কমেন্টঃ বউয়ের কাছে যেতে ভয় লাগলে যাওয়ার দরকার নেই। আগে কলকাতা হারবালে যা শালা!
৩ইয় কমেন্টঃ আমি ফেইসবুকে নতুন। তোমরা সবাই আমাকে রিকুয়েস্ট দাও। আমি ইনবক্সে সারাদিন তোমার বউয়ের মতো চ্যাট করবো।
চতুর্থ কমেন্টঃ শালা বউরে লইয়া মজা লস! আমি এখনো তোর কাছে ৫০০ টাকা পাই। আমার টাকা দে নইলে বাসর ঘরে তোর উপর ঠাডা পড়বো, জীবনে বাচ্চা জন্মাইতে পারবি না।
পঞ্চম কমেন্ট(বাসার কাজের বুয়া)ঃ ভাইজান, কালকে আইতে পারুম না। নতুন বউয়ের শাড়িটা আপনি ধুইয়া ইয়েন।
ষষ্ঠ কমেন্ট(বাসার দারোয়ান)ঃ মিস ইউ বুয়া!
সপ্তম কমেন্টঃ এইটা বিরোধীদলের ষড়যন্ত্র! একটা পুরুষকে তার বউয়ের কাছ থেকে সরিয়ে দূরে সরিয়ে দিয়েছে!!
অষ্টম কমেন্টঃ সরকারের পদত্যাগ চাই। সরকার নিরাপত্তা দিতে বিফল হইছে। এই কারণেই জামাই এখন নতুন বউয়ের কাছে যেতে ভয় পায়!
নবম কমেন্টঃ তুই নাস্তিক....টুট টুট টুট
দশম কমেন্টঃ তুই ছাগু....টুট টুট টুট
রাত পেরিয়ে ভোর.....ঝগড়া চলছে.....জামাই-বউ কে ভুলে এই স্ট্যাটাস এখন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে!!
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন