‘আর কেউ হরতাল করলে, তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে’
লিখেছেন লিখেছেন এমএ হাসান ১৭ আগস্ট, ২০১৩, ১১:২৯:০৬ সকাল
বিএনপি-জামায়াতের
হরতালে দলীয় নেতাকর্মীদের তৎপরতা না থাকায়
ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের
প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
দলের নেতাকর্মীদের উদ্দেশে সরকারের এ
মন্ত্রী বলেন, ‘আদালতের রায়ের
বিরুদ্ধে জামায়াত হরতাল করে। আর রাস্তায় শুধু
পুলিশ থাকে। আমাদের নেতাকর্মীরা নেতার
হুকুমের অপেক্ষায় বসে থাকে। আমি বলছি, এটিই
আমার শেষ বক্তৃতা। আর কেউ হরতাল
করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে।’
তারা হত্যার রাজনীতি করবে আর
আমরা বসে বসে আঙুল চুষবো?
গতকাল বিকালে জাতীয় শোক দিবস
উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত
আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
link: http://www.mzamin.com/details.php?nid=NjY5ODc=&ty=MA==&s=MTg=&c=MQ==
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন