আমার মন্তব্য জবাব পাল্টা জবাব

লিখেছেন লিখেছেন বিএনপির পক্ষে ১১ জুলাই, ২০১৩, ১২:১২:৩৯ রাত

এই মন্তব্যটি আমার ব্লগে স্টিকি করা প্রীতম পোষ্টে করি।তিনি সেখানে আওয়ামী দুঃশাসন ভুলে আবার আওয়ামীলীগকে ভোট দিতে তাদেরকে জিতাতে চান।

একে বারে ধুয়ে দিলাম।

.

.

(দূর্নীতির সাগরে নৌকার কোনা দেখাও মুশকিল।

বিডিয়ার বিদ্রোহ হলমার্ক বিশ্বজিত্হত্যা সাগর রুনি হত্যা পদ্মা সেতু ডেসটিনি রেলের কালো বিড়াল বন্ধুর(ভারত) কাছে লাথি খাওয়া বিএসএফ এর হত্যা(আগেও হয়েছে বর্তমানেও হচ্ছে ভবিষ্যতেও হবেঃ সৈয়দ আশরাফ) সাংবাদিক নির্যাতন গনমাধ্যমে মামলার হামলা সোনারছেলেদের টেন্ডারবাজী পুলিশলীগের নির্যাতন ২দিনেই ১০০ মানুষ হত্যা এমপি মন্ত্রীদের লাগামহীন মিথ্যাচার অতি কথন বোগাসের বাবা সমুদ্র কন্যাদের জন্ম দাতা সংখ্যালগু হামলা শহীদ মিনার ভেঙ্গে পাগল সাজা মহা রাজাকার মখা কে মন্ত্রী বানানো বুদ্বিজীবিদের অপমান অসম্মান(অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ,ডঃকামাল,ব্যারিষ্টার রফিকুল হক,আকবর আলী খান) ডঃ ইউনুসকে অপমান টকশোর আলোচকদের অপমান অসম্মান বিরোধী দলকে দমননিপিড়ীন।এতো অতি সামান্যই বললাম।দূর্নীতি দুঃশাসনের পরিমান এত বেশী যে সব মনে রাখা কঠিন।

যে জিনিসটা সবচেয়ে বেশী জনমনে প্রভাব পেলে তা হল আলেম হত্যা।নিরস্র নিরীহ হাফেজ ইমাম খতিব আলেম দের নৃশংস ভাবে হত্যা করা।এরপর কালো বিড়ালের দ্বার্থহীন বক্তব্য এবং প্রধান মন্ত্রীর উপহাস।

এত কিছুর পরেও আওয়ামীলীগ ক্ষমতাআসার যোগ্যতা রাখে?? জনগন বিচারবিবেক হীন নয়।

প্রীতমের জবাব,

"নতুন মাল মনে হয়। এই জন্য জানোস না আমার পোস্টে ছাগু ঢোকা নিষেধ। এইবার ছাইড়া দিলাম, পরেরবার কাবাব করা হবে"

আমার জবাব,

"প্রীতমের ভাষার ব্যবহার এত খারপ জানলে জীবনেও কমেন্ট করতাম না।বেয়াদপের পোস্টে কমেন্ট করে বেয়াদপ হওয়ারকোন ইচ্ছাই আমার নেই।এরানাকি যুক্তি বাদী।আমার মন্তব্যের যৌক্তিক উত্তর দিতে না পেরে গালি মারে।যৌক্তিক জবাব থাকলেতো দিবে।

অন্যের মত সহ্য করতে পারেনা এরাই গনতন্ত্র কথা বলতে বলতে মুখে ফেনা তোলে।

অন্যের কাবাব বানাইতে কয়এরাই আবার অহিংসবাদী।

রাজাকারকে মন্ত্রী সভায় মেনে নেই আর মুক্তিযোদ্ধারে নব্য রাজাকার বলে এরাই মুক্তিযুদ্ধের চেতনার।

আপনারা আসলে চেতনার ব্যবসায়ী।"

এরপর প্রীতম আর কোন জবাব দেয় নি।

.

.

কেমন দিলাম বন্ধুগন।

বিষয়: বিবিধ

১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File