মুযাফফর বিন মহসিনের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত !!! (রিপোষ্ট)

লিখেছেন লিখেছেন আবদুস সবুর ১৬ জুন, ২০১৫, ১১:২৮:২৯ রাত

কিছুদিন আগে একটি ভিডিও দেখলাম, মুযাফফর বিন মহসিন সাহেবের। সেখানে উনি দাবি করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব নাকি উনাকে বলেছেন,

“বাবা তুমার লেখা জাল হাদিসের কবলে রাসু উল্লার (সHappy এর সালাত বইটি পড়ার পরে ১ বছর ২ বছর নয় ৬৮ বছর যে সালাত আদায় করেছি ওই সালাত ফেলে দিয়ে রাসুলের তরিকায় সালাত শিখেছি তুমার বই থেকে।”

লিঙ্ক- https://www.youtube.com/watch?v=pSeFxO6EZ2

যাক। আসল সত্য আল্লাহ তায়ালা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে জেলের বাহিরে আনলেই প্রকাশ পাবে।

তবে আমার মাথায় ধরে না একটি দলীল উল্লেখের ক্ষেত্রে যে লোক ১৭টি ভুল করে তার বই পড়ে কিভাবে এতবড় একজন আলেম এই কথা বলতে বলতে পারে। আসলেই বিশ্বাস করা খুবই কষ্টকর . . .

এই আলোচনা শুনলে আপনারা মুযাফফর বিন মহসিন সাহেবের ইলমের ব্যাপারে কিছুটা ধারনা পাবেন-

https://www.youtube.com/watch?v=DNsradcQAPA

বিষয়: বিবিধ

১৪০০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326272
১৭ জুন ২০১৫ রাত ১২:১৫
নীলাঞ্জনা লিখেছেন : এসব ফালতু পোষ্ট এক্ষুনি মুছে দিন প্লিজ। কিসের আল্লা/টাল্লা? বিজ্ঞানের যুগে আল্লা দিয়ে কি হবে??
326301
১৭ জুন ২০১৫ রাত ০৩:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ ।
326313
১৭ জুন ২০১৫ রাত ০৩:২৮
এলিট লিখেছেন : আপনি যে পক্ষ বিপক্ষের যুক্তি তুলে ধরেছেন তার কোন পক্ষেই আমি নই। ভুল হয় না এমন লোক নেই। আপনার দেওয়া ভিডিওতে যেমন এক ব্যক্তির ভুল ধরা হয়েছে তেমনি দেলোয়ার হোসেন সায়ীদীর ভুল ধরা ভিডিও আছে। এই ভিডিওতে যে পন্ডিত দেখতে পাচ্ছেন, তার ভুল ধরা ভিডিও আছে। আমাদের সমস্যা হল আমরা প্রথমে গুরু মেনে বসে থাকি, এর পরে গুরু যা বলে সবই ঠিক। গুরুর কথা হলেই সেটা ইসলামিক সত্য নয়। যুগে যুগে, ইসলামিক ভুল সবচেয়ে বেশী গুরুদের কাছ থেকেই প্রকাশ ও প্রচার হয়েছে। ইসলামিক সত্য হল সেই জিনিস যা কোরআন ও হাদিসে আছে।
আমি নিজে দেলোয়ার হোসেন সায়ীদির একজন ভক্ত। তবে আপনি এবং দেশের বেশীরভাগ মানুষ তাঁকে যেভাবে বড় আলেম বানিয়ে দেন তত বড় আলেম তিনি নন। ইসলাম বিষয়ে তার মতন শিক্ষাগত যোগ্য ও জ্ঞানী লোক প্রত্যেক আলিয়া মাদ্রাসাতে একাধিক রয়েছে। তিনি একজন খুব ভালো বক্তা। এজন্যই তিনি সেরা, এজন্যই তিনি এত জনপ্রিয়। বড় আলেম অন্য জিনিস।
326336
১৭ জুন ২০১৫ সকাল ০৮:২১
আবু জারীর লিখেছেন : ভুল ধরতে ধরতে আসল হারিয়ে যাচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File