মুযাফফর বিন মহসিনের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত !!!
লিখেছেন লিখেছেন আবদুস সবুর ১৬ জুন, ২০১৫, ০২:৩৭:৪২ দুপুর
কিছুদিন আগে একটি ভিডিও দেখলাম, মুযাফফর বিন মহসিন সাহেবের। সেখানে উনি দাবি করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব নাকি উনাকে বলেছেন,
“বাবা তুমার লেখা জাল হাদিসের কবলে রাসু উল্লার (স এর সালাত বইটি পড়ার পরে ১ বছর ২ বছর নয় ৬৮ বছর যে সালাত আদায় করেছি ওই সালাত ফেলে দিয়ে রাসুলের তরিকায় সালাত শিখেছি তুমার বই থেকে।”
লিঙ্ক- https://www.youtube.com/watch?v=pSeFxO6EZ20
যাক। আসল সত্য আল্লাহ তায়ালা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে জেলের বাহিরে আনলেই প্রকাশ পাবে।
তবে আমার মাথায় ধরে না একটি দলীল উল্লেখের ক্ষেত্রে যে লোক ১৭টি ভুল করে তার বই পড়ে কিভাবে এতবড় একজন আলেম এই কথা বলতে বলতে পারে। আসলেই বিশ্বাস করা খুবই কষ্টকর . . .
এই আলোচনা শুনলে আপনারা মুযাফফর বিন মহসিন সাহেবের ইলমের ব্যাপারে কিছুটা ধারনা পাবেন-
https://www.youtube.com/watch?v=DNsradcQAPA
বিষয়: বিবিধ
১৯৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বইটির পিডিএফ লিঙ্ক
এবং তাদের এলেম গভীরতাও অনেক সেটা অনস্বীকার্য কিন্তু! বাংলাদেশের নামধারী আলেমদের মধ্যে এ পর্যন্ত শুধু ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরকে প্রকৃতপক্ষে জ্ঞানি মনে হয়!
আর এমনো দেখেছি কারোওবা তিলাওয়াত অশুদ্ধ!
মন্তব্য করতে লগইন করুন