আহলে হাদীস ভাইদের দৃষ্টিতে বাংলাদেশ জামায়েত ইসলামী এবং আবুল আ’লা মওদূদী সাহেব

লিখেছেন লিখেছেন আবদুস সবুর ২১ জুলাই, ২০১৪, ১০:৫২:০০ সকাল

নিজে থেকে কিছুই বললাম না। তাদের বই থেকেই স্কিনশট আকারে দিলাম। বাকীটা আপনারাই পড়ে নিন..

বইয়ের নাম “গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদীস আন্দোলন”।

লেখক - মুযাফফর বিন মহসিন, সভাপতি, বাংলাদেশ আহলে হাদীস যুব সংঘ।

,

,

,

,

,

,

,

রেজুলেশন অনেক হাই। তাই ব্লগে আপ হচ্চে না। এখান থেকে সরাসরি পড়ে নিন।

আহলে হাদীস ভাইদের দৃষ্টিতে বাংলাদেশ জামায়ত ইসলামী এবং আবুল আ’লা মওদূদী সাহেব

বিষয়: বিবিধ

২১৬০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246657
২১ জুলাই ২০১৪ দুপুর ১২:০৬
প্রেসিডেন্ট লিখেছেন : জামায়াত তো দেশে সুদমুক্ত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে। বিনিময় ছাড়া দ্বীনের খেদমত করেছে। যারা জামায়াতকে গালি দেয় তারা তো বিনিময় ছাড়া কুরআনও পড়েন না। যত প্রতিবাদ প্রতিরোধ সব তো জামায়াতকেই করতে দেখি। কওমীরা আজ এ ক্রান্তিকালে গর্তে কেন?
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:২১
191526
আবদুস সবুর লিখেছেন : জামাত কি করেছে তার ফিরিস্তি আমাকে দিয়ে লাভ নেই। কারন এখানে আমি আমার কথা বা কওমীদের কথা দেই নাই।

আবারো বলছি, এখানে কওমীদের কোন কথা নয়, আহলে হাদীস ভাইদের কথা দিয়েছি। কিন্তু কওমীদের কথা বলে পাঠকের দৃষ্টি ঘুরানোর প্রচেষ্টা খুব একটা ধোপে টিকবে বলে মনে হয় না . . .
246661
২১ জুলাই ২০১৪ দুপুর ১২:৩২
ইমরান ভাই লিখেছেন : পুরা বইটার লিংক দেন....
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:২২
191527
আবদুস সবুর লিখেছেন : ডাউনলোড লিঙ্ক নাই। ক্রয় করতে পারেন। কোথায় পাবেন তা স্কিনশটের সাথে দেয়া আছে।
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:৪৮
191532
ইমরান ভাই লিখেছেন : হাহাহ...স্কৃণশর্ট দিলেন আর পুরা বইটা দিতে কষ্ট?
কেন পুরাটার কনটেক্স পরলে আপনা সমস্যা হবে নাকি?
২১ জুলাই ২০১৪ দুপুর ০২:২৪
191536
আবদুস সবুর লিখেছেন : আহরে ! এত জ্ঞান আপনার ভাই ! এটাও বুঝতে পারেন নি যে, আমি বই থেকে মূল লিখাগুলো স্ক্যান করে দিয়েছি। আপনার যদি লিখাগুলো এতই পছন্দ হয়ে থাকে বইটা টাকা খরচ করে কিনুন এবং স্ক্যান করে দিন। আমিও একটা সংগ্রহে রাখব।
২১ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৩
191553
ইমরান ভাই লিখেছেন : হাহাহা...Happy
আপনাদের কথা যে কেউ বিশ্বাস করে না সেটা নিশ্চই বুঝছেন Happy
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৮
191557
আবদুস সবুর লিখেছেন : আমার কথা কেন কারো কথাই প্রমান ছাড়া কেহ বিশ্বাস করে না।

আমি প্রমান দিয়েছি কি না সেটা পাঠকের বিবেচনার বিষয়...

সবার কথা জানার জন্য তো ওহী আসা প্রয়োজন। তা আপনার কাছে আজকাল ওহী আসা শুরু করল নাকি !!!
২২ জুলাই ২০১৪ সকাল ০৮:৫০
191810
ইমরান ভাই লিখেছেন : হযরত,
ওহীতো আপনাদের বাপদাদার সম্পত্তি Tongue আমাদের কাছে কখোনোও আসবেনা এটা নিশ্চিত থাকতে পারেন।
246665
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:০০
সুশীল লিখেছেন : মালানা মঔদুদি
246691
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:৪৮
আল সাঈদ লিখেছেন : নানা মুনির নানা মত।
246693
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৫
আমি মুসাফির লিখেছেন : মুসলমানরা এইজন্য মার খাচ্ছে কারনে গাজায় ফিলিস্তিনী দের মারছে এদিকে এনারা ঝগড়ায় ব্যস্ত তাহলে বুঝুন এনারা কেমন মুসলমান। আর যিনি এই পোষ্টটি দিয়েছেন উনি গায়ে পড়ে ঝগড়া করতে এসেছেন । ধিক! এমন মুসলমানদের্
২১ জুলাই ২০১৪ দুপুর ০২:২৬
191537
আবদুস সবুর লিখেছেন : ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে তো আপনি ব্লগে কি করেন ?

আর সত্য উন্মোচন হলে আপনাদের এত লাগে কেন ?
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩১
191559
আমি মুসাফির লিখেছেন : কি সত্য উন্মোচন করেছেন ? নিজেদের পিছনে ছিদ্র রেখে পরের ছিদ্র খোজা ঠিক না। আপনার ছিদ্রটা বন্ধ করুন।
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:৪০
191921
আবদুস সবুর লিখেছেন : নিজের ছিদ্রটা এভাবে সবার সামনে প্রকাশ করার কি দরকার ?
246740
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৪
পারভেজ লিখেছেন : খুব কৌশলে বই বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে দিলেন ভাই?
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:৪০
191922
আবদুস সবুর লিখেছেন : যাদের বইয়ের বিজ্ঞাপন দিয়েছি তাদের ব্যাপারে আমার নোটগুলো পড়বেন। তাহলেই বুঝতে পারবেন . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File