হুজুর মানেই কি রাজাকার ???

লিখেছেন লিখেছেন আবদুস সবুর ১৭ এপ্রিল, ২০১৪, ০৬:৩২:৪৪ সন্ধ্যা

যারা কথায় কথায় চেতনার ঠেলায় বলে উঠেন :

হুজুর মানেই রাজাকার ...........

হুজুর মানেই স্বাধীনতার শত্রু ...........

হুজুর মানেই মুক্তিযুদ্ধের শত্রু ...........

তাদের জন্য দিলাম ...........

এই সম্মান ও স্বীকৃতি কিন্তু কোন তথাকথিত রাজাকার দেয়নি !!!



বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209100
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
209104
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
209117
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সব জামাতি হুজুর রাজাকার তবে সব হুজুর রাজাকার নয়।
১৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৭
157751
মনসুর আহামেদ লিখেছেন : @মেঘ ভাঙা রোদ,নীল জোছন,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
209125
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
শেখের পোলা লিখেছেন : আল্লহর দুশমনেরা আল্লাহর পক্ষের লোকদের রাজাকার বলে৷
১৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৯
157844
মাটিরলাঠি লিখেছেন : ১০০% সহমত।
209147
১৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
নীল জোছনা লিখেছেন : দাড়ি থাকলেই রাজাকার হয় না। এটা নবীজীর সুন্নত। এই দাড়ি নিয়ে রাজাকারগুলা ব্যবসা করে বলে ঢালাওভাবে দাড়িওয়ালাদের উপর দোষ চাপানো হয়।
209305
১৮ এপ্রিল ২০১৪ রাত ০২:০৮
সঠিক ইসলাম লিখেছেন : ভারতীয় আগ্রাসনের ভয়াবহতা কওমী আবালদের মাথায় ঢুকলে তারা নাস্তিকদের সাথে সুর মিলিয়ে রাজাকারীর জিকির করত না ।
209741
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:০৭
সঠিক ইসলাম লিখেছেন : রাজাকার একটি উর্দূ শব্দ। শব্দটি মূলত: رضي ও كار এ দুটি শব্দের সমণ্বয়ে গঠিত। رضي এর শাব্দিক অর্থ হলো সন্তুষ্টি বা স্বেচ্ছা আর كار এর শাব্দিক অর্থ হলো কারী, কর্তা বা সেবক। একত্রে অর্থ দাড়ালো: স্বেচ্ছাসেবক। যারা স্বেচ্ছায় জীবন বাঁজি রেখে স্বদেশকে স্বধীন করার যুদ্ধে আত্ননিয়োগ করেছিলো তারাই পরবর্তীতে 'রাজাকার' উপাধীতে ভূষিত হয়েছে। আর যারা ভারতের টোপ খেয়ে মুসলিম বীরযোদ্ধাদের বিরুদ্ধে খড়গহস্ত ছিলো এবং যুদ্ধের সুযোগে নিরীহ মা-বোনদের সম্ভ্রম হরণে ব্যতিব্যস্ত ছিলো তারাই যুদ্ধপরবর্তীতে তাদের নামের শুরুতে 'মুক্তিচোদ্দা' শব্দটি এঁটে দিয়েছিলো।এই হলো রাজাকার আর মুক্তিচোদ্দার সাতকাহিনী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File