কওমী মাদ্রাসা নিয়ন্ত্রণ : দেশব্যাপী কর্মসুচি

লিখেছেন লিখেছেন আবদুস সবুর ২৫ অক্টোবর, ২০১৩, ১১:১৭:২৯ সকাল

ভিডিও লিঙ্ক- বিক্ষোভ মিছিল (১)

বিক্ষোভ মিছিল (২)

হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর স্মরণ কালের বিক্ষোভ মিছিলে মহাসচিব বাবুনগরী কাওমী মাদ্রাসা নিয়ন্ত্রণ আইন কওমী মাদ্রাসা কতৃপক্ষ আইন প্রত্যাহার না করিলে এদে্শের কোটি কোটি তওহীদি জনতা বুকের তাজা রক্তদিয়ে তা প্রতিহত করবে।

আজ বাদে আছর হাটহাজারী ডাংবাংলো চত্ত্বর এ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতের সংগ্রামী মহা সচিব আল্লামা বাবুনগরী এবং টেলিকনফারেন্স করেন মুহতারম আমীর আল্লামা শাহ আহমদ শফি দা.বা. মহা সচিব বলেন কওমী মাদ্রাসা কেউ নিয়ন্ত্রণ করতে চাইলে এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ও কোটি কোটি তৌহিদী জনতা কে শহীদ করে করতে হবে।বৃটিশ ভেনিয়ারাও এদেশ থেকে কওমী মাদ্রাসা বন্ধ করতে হাজার হাজার আলেমকে শহীদ করেছিল তারপরও কওমী মাদ্রাসা বন্ধ করতে পারিনি বরং তারাই বিতারিত হযেছে।টেলিকন্ফারেন্স এ আমীর তৌহীদি জনতা কে কওমী মাদ্রাসা বিরোধী সরকারের চক্রান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। তিনি আগামী কাল জুমাবার বাদে আছর সরাদেশের সকল মসজিদে দোয়া দিবস পালন করার আহবান জানান। সভা শেষে হাজার তৌহিদি জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল হাটহাজারীর প্রদান প্রদান সড়ক প্রদিক্ষণ করে।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File