লোকের কথা ভাববেন না
লিখেছেন লিখেছেন সোহাগ আহমদ ১০ জুন, ২০১৩, ০৫:৩৬:৫৪ বিকাল
ধরুন, কোন এক বৃষ্টির দিনে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ঠিক তখনই একটি যুবতী মেয়ে পিচ্ছিল খেয়ে একেবারে চিৎপটাং! মনে করুন পড়ে যাওয়ার কারণে মেয়েটির একটি পা ভেঙ্গে গেছে! ফলে সে উঠে দাঁড়াতেও পারছিল না! আপনি দেখলেন কাতরাতে কাতরাতে মেয়েটি অজ্ঞান হয়ে গেলো! আপনি আশে পাশে তাকিয়ে দেখলেন। কেউ নেই!
এখন আপনি যদি মেয়েটিকে এভাবে ফেলে যান। তাহলে লোকে আপনাকে ইতড়/পাষন্ড টাইপের অনেক কিছু বলে ফেলবে!
আবার আপনি যদি মেয়েটিকে কোলে করে বাড়ীতে, কিংবা হাসপাতালে দিয়ে আসেন, তাহলেও লোকে আপনাকে মেয়েটির সাথে জড়িয়ে আজে-বাজে মন্তব্য করবে!
অর্থাৎ এখানে আপনি মেয়েটির উপকার করলেও লোকে আপনার দোষ ধরবে। উপকার না করলেও লোকে আপনার দোষ ধরবে!
এরকম মুহুর্তে আপনি প্রথমে দেখবেন ইসলামের হুকুম কি। যদি জানা না থাকে, তাহলে আপনার বিবেক যেটাকে ভালো মনে করবে সেটাই করবেন। লোকের কথা ভাববেন না।
কারণ কিছু মানুষ আছে, যারা সব কাজে অন্যের সমালোচনা করতেই বেশি পছন্দ করে। তারা কখনোই নিজের ভুল নিয়ে ভাবে না। এদের কথায় কান দিলে আপনার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে।
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন