কাছে যেতে চাই
লিখেছেন লিখেছেন সাদা কালো মন ১৮ জুন, ২০১৩, ০৬:৫৮:১৯ সন্ধ্যা
আষাড়ের বৃষ্টিময় দিনে কদমের মৌ মৌ গন্ধময়
এক বিকালে আমি এসেছি তোমাদের মাঝে।
বৃষ্টির প্রতিটি ফোঁটার মত আমার মনের দুঃখের ফোঁটাগুলো
যেন ঝরে তোমাদের মাঝে।
কালোমেঘকে সরিয়ে যেমন সূর্য উঁকি দেয়
তেমনি আমার খুশির মুহুর্তগুলো বিডিটুডে ব্লগে উঁকি দিতে পারে!!
“তাইতো আসা তোমাদের মাঝে
বর্ষার কদম ফুলের গন্ধময় সন্ধ্যায়
যদি করে নাও আপন
ভেসে যাব খুশির বন্যায়”
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন