তাসলিমা নাছরিন ও দাউদ ইব্রাহিম কেও দেশে ফিরিয়ে আনা হউক !!!!
লিখেছেন লিখেছেন ইরা টিউনস ডট কম ২৭ নভেম্বর, ২০১৪, ১০:৫৪:৪৫ সকাল
আসসালামু আলাইকুম। এই সুন্দর দিনের আশা করি সবাই ভাল আছেন। আর সব সময় ভাল থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি সরাক্ষন। গত কয়েকদিন আগেও হয়ত কেউ যানত না যে লতিফ সিদ্দীকি দেশে ফিরবে। নাহ ভুল বললাম, আমরা আমজনতা যানতাম না যে সে দেশে ফিরবে। আমজনতার মনে হচ্ছিল যে,সেও তাজলিমা নাজরিনের মত অবস্থা বরন করতে যাচ্ছে। কিন্তু সব ধারনাকে ভুল প্রমাণিত করে অবাক করে দিয়ে সে গত ২দিন আগে সে দেশে ফিরেছে।সেই সাথে আমরা নিজেরাও অবাক হয়েছি। কারন বিমান বন্দরে সে যখন আসল এত এত পুলিশ,গোয়েন্দা সংস্থার সদস্য থাকা অবস্থায়ও পরের দিন নিউজ আসল ”অজ্ঞাত স্থানে লতিফ সিদ্দীকি” বিষয়টা এখনও আমার বোধগম্ম নয়। তার একদিন পর সে থানায় এসে ধরা দিয়ে সে যে ভাব দেখাল মনে হয় যেন বাংলাদেশের মানুষ তার প্রতি খুব অন্যায় করে ফেলেছে।দেশে আসার সাথে সাথে থাকে থাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া উচিত ছিল। আর সকল পত্রিকাগুলোর হেড লাইনে লিখেছে ”লতিফ সিদ্দীকি আত্মসমর্পন করেছে” আচ্ছা বলেনতো আত্মসমর্পন কাকে বলে? যখন একজন আসামীকে সকল আইন শৃঙ্খলা বাহিনী কোন ভাবে খুজে না পায় আর তার পর যদি সে এসে ধরা দেয় তাকে বলে আত্মসমর্পন। আর লতিফ সিদ্দীকীকে কোন আইন শৃঙ্খলা বাহিনী খুজছিল? আর কেন্দ্রীয় কারাগারে সে নাকি পকেট গেট দিয়ে ঢুকবে না।সে কোন জায়গার কি হয়ে গিয়েছে যে তাকে মূল ফটক খুলে দিয়ে তাকে কারাগারে ঢুকাতে হবে। আর থাকে একা রুমে থাকার অনুমতি দিতে হবে। কারন সে নাকি বর্তমান সংসদ সদস্য। তাহলে গোলাম মাওলা রনি, নিজামী আরও যারা গ্রেফতার হয়েছিল তারা কোন ধরনের সংসদ সদস্য ছিল। যদি সরকারে সত্যি বিচার করার ইচ্ছা থাকে তাহলে তাকে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিয়ে বিচার করেন। তা আপনাদের জন্যই অনেক ভাল হবে। কারন দেশের বেশীর ভাগ জনগনের ইচ্ছা হল এরমত একটা কাফেরের সঠিক বিচার করা। কারন দেশের বেশীরভাগ জনগনের ভোট এই একটা দল নিবার্চিত হয়। আর তা যদি করতে মন না চায় তাহলে তাসলিমা নাছরিন আর দাউদ ইব্রাহিমকে শুধু শুধু দেশের বাইরে না রেখে তাদের দেশে ফিরিয়ে আনেন। আর লতিফ সিদ্দীকিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হউক!!!
যেকোন ধরনের সফটওয়্যার ফ্রি ডাউনলোড করতে চাইলে সবাই এই সাইটটা ভিজিট করতে পারেন।
আর এই ফেসবুক পেইজে একটা লাইক দিতে ভুলবেন না।
বিষয়: রাজনীতি
১১৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর সাবলীল উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে! তবে ফটো দেয়ার বিষয়ে আরেকটু সচেতন হলে ভাল হতো! অশ্লীল ছবি এটা!
পোস্ট টা ২বার হয়েছে! সম্ভব হলে এডিট করে দিবেন!
নেংটি পড়া ওর ছবি পাওয়া যায়!তাই বলে এমন ছবি এখানে দেয়া যাবে.....???
মন্তব্য করতে লগইন করুন