আমজনতার লাইন
লিখেছেন লিখেছেন আমীর আজম ২১ নভেম্বর, ২০১৭, ১২:৫৪:২১ দুপুর
আপনি ডাক্তার আপনি হাসপাতাল বা তার চেম্বারে বস। হাসপাতাল বা চেম্বারের বাইরে আমজনতা। আপনি যদি ব্যাংকে যান বিদ্যুৎ বিল পরিশোধ করতে, তাহলে সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে একজন সৈনিক আপনাকে রুখে দেয়ার অধিকার রাখে। একজন পুলিশ কনস্টেবল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে গ্রেফতার করতে পারে। আপনাকে বাস বা ট্রেনে টিকেট কাটতে হলে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে।
.
আপনি সেনাবাহিনীর সদস্য। আপনি ক্যান্টনমেন্টের ভিতরে বস। এর বাইরে আমজনতা। হাসপাতালে আসলে দশ টাকা দিয়ে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে গেলে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। বাস বা ট্রেনে টিকেট কাটতে গেলে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে।
.
আপনি ব্যাংকার। আপনি ব্যাংকে বস। সেখানে গেলে সবাই আপনার সামনে লাইনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ব্যাংকের বাইরে আপনি একজন আমজনতা। যেখানেই যান লাইনে দাঁড়াতে হবে।
.
আপনি বিচারক, আপনি উকিল। আপনি আদালতে বস। এর বাইরে আমজনতা। লাইনে দাঁড়াতে হবে।
.
আপনি ডিসি। আপনি আপনার কার্যালয়ে বস। এর বাইরে আমজনতা। বাইরে আসলে লাইনে দাঁড়াতে হবে।
.
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, মেয়র থেকে শুরু করে দোকানদার, রিক্সাওয়ালা পর্যন্ত সবার ক্ষেত্রেই এই থিওরি প্রযোজ্য।
.
মোটকথা নিজ নিজ কার্যালয়ে সবাই বস। কার্যালয়ের বাইরে সবাই আমজনতা। লাইনে দাঁড়িয়ে থাকার মানসিকতা থাকতে হবে।
.
পৃথিবীতে কোন পেশাই কম গুরুত্বপূর্ণ নয়। কোন একটা পেশার সবাই যদি একজোট হয়ে কার্যবিরতি ঘোষণা করে, তাহলে বাকি সবাইকে কিছু না কিছু ভোগান্তির শিকার হতেই হবে। বিভিন্ন পেশার মানুষ পারস্পরিক সেবা বিনিময়ের মাধ্যমেই টিকে আছে সভ্যতা, টিকে আছে এই সমাজ।
.
তাই সকল পেশার মানুষকে সম্মান করতে শিখুন। তাহলে আপনার নিজের সম্মান নিয়ে হাহাকার করা লাগবে না। সকল পেশার মানুষ স্বত:স্ফূর্তভাবেই আপনাকে সম্মান করবে।
.
আমদের দেশের লাইনগুলো একটু বড় বেশি বেসামাল আর আঁকাবাঁকা হয়ে গেছে। আসেন না সবাই মিলে একটু আমজনতার লাইনে দাঁড়াই। তাহলেই লাইনগুলো সোজা হয়ে যাবে।
বিষয়: বিবিধ
৬৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন