কিসের জানি একটা ভরসা পেয়ে গেলাম

লিখেছেন লিখেছেন আমীর আজম ০৭ জানুয়ারি, ২০১৬, ১০:৫০:৫৭ রাত

একদিন প্রচন্ড ঝড় শুরু হল। কালবৈশাখী ঝড়। তখন অনেক ছোট আমি। এলাকার লোকজন ভয়ে একাকার। গাছপালা লন্ডভন্ড। বাড়ি ঘড় উড়ে যায় যায় অবস্থা।

.

মধ্যরাত। ১২ টা কি ১ টা বাজে। লোকজন কি করবে না কিছুই বুঝতেছে না। হঠাত পাশের মসজিদ থেকে জোড় গলায় আজানের ধ্বনি শোনা গেল। মুয়াজ্জিন সাহেব আজান দেয়া শুরু করে দিয়েছেন। ছোট্ট এলাকা। মুহূর্তে আজানের ধ্বনি ছড়িয়ে গেল চতুর্দিক।

.

আজানের পর হঠাত ভেল্কিবাজির মত কি যেন ঘটে গেল। ঝড় তখনো চলছে। কিন্তু লোকজন শান্ত হয়ে গেল। কিসের জানি একটা ভরসা তারা পেয়ে গেল।

....................................

এক পরিচিত আত্মীয়। রংপুরে ক্লিনিকে ভর্তি হয়েছে। ঘর আলো করে তাদের নতুন অতিথি এসেছে। ছেলে অতিথি। যথারীতি দেখতে গেলাম।

.

গিয়ে অবাক হয়ে গেলাম। সবাই মন খারাপ করে বসে আছে। বললাম -

- কি ব্যাপার, মন খারাপ কেন সবার।?

- আর কইও না বাবা। জানো কি হইছে ??

- না, জানি না তো।

- ছেলেটা হওয়ার তিন চার ঘন্টা হয়ে গেল অথচ....

- অথচ..... ????

- এখনো তার কানে আজান দেয়া হল না।

- কেন দেয়া হল না ???

- দেয়ার মত লোকই তো নাই এখানে। তুমি একটু দেও না বাবা।

.

কি আর করার। লাজুক লাজুক চেহারা নিয়ে নিচু স্বরে আজান দিয়ে দিলাম। তারপর তো দেখি অবাক কান্ডকারখানা। লোকজন সবাই খুশিতে ভরপুর। কিসের জানি একটা ভরসা তারা পেয়ে গেল।

....................................

ভোর প্রায় পাঁচটা বাজে। হঠাত তুমুল হারে কাপাকাপি শুরু হয়ে গেল। প্রচন্ড ভূমিকম্প। লাইফে এর আগে এরকম ভূমিকম্প দেখার সৌভাগ্য (দূর্ভাগ্য) হয় নাই। পড়িমরি করে দে ছুট। যেনতেন ছুট না। আমার বিশ্বাস উসাইন বোল্টও যদি আসত, সেও হেরে যেত।

.

কিছুক্ষণ পর সব স্বাভাবিক। কিন্তু ভয়ে আর ঘুম ধরে না। দরজাটা খুলে রাখলাম। যেন আবার দরজাটা খুলতে গিয়ে সময় নষ্ট না হয়। মশারিটাও খুলে রাখলাম। আমার দৌড়ানোর পথে এই ব্যাটা যেন বাধা হয়ে না দাড়ায়।

.

কিন্তু তারপরেও ঘুম আর ধরে না। হঠাত শুনি সুমধুর কন্ঠে মুয়াজ্জিনের আজানের ধ্বনি। অজু করে নামাজটা পড়ে নিলাম। তারপর নিশ্চিন্ত মনে একটা ঘুম দিয়ে দিলাম। ভয়-ডর সব হাওয়া। কিসের জানি একটা ভরসা পেয়ে গেলাম।

......................................

আপনি যদি বলেন, এই ভরসার বৈজ্ঞানিক ভিত্তি কি ?

.

আমি বলব, জানিনা। আরো বলব, বিজ্ঞানের আতুরঘর মেডিকেলে পড়াশুনা করেও বিজ্ঞানমনস্ক হইতে পারলাম না। আস্তিকই থেকে গেলাম।

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356432
০৮ জানুয়ারি ২০১৬ রাত ১২:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ওয়া উফও্যিদু আমরী ইলাল্লাহ...


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ...
356434
০৮ জানুয়ারি ২০১৬ রাত ১২:৪৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
356447
০৮ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ।
আজান মানুষ কে আল্লাহতায়লাকে স্মরন করিয়ে দেয়।
356460
০৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৫৯
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
356489
০৮ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১৬
সামছুল লিখেছেন : অনেক ধন্যবা"
356529
০৯ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৬
দ্য স্লেভ লিখেছেন : আস্তিক লোক আল্লাহর উপরই ভরসা রাখে,তার কথা শুনলেই কেবল ভরসা পায়।
356618
১০ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৩
হতভাগা লিখেছেন : 'আলাইহি তাওয়াক্কালতু , ওয়া হুয়া রাব্বুল 'আরশিল 'আজীম । -সুরা তওবা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File