নাস্তিকেরা ভুল করে যেখানে !!

লিখেছেন লিখেছেন আমীর আজম ২৪ মে, ২০১৪, ০৩:২৬:১৬ দুপুর

পদার্থ বিজ্ঞানের যোগ বিয়োগের কথা কি মনে আছে আপনাদের.? এক্ষেত্রে প্রধান শর্ত হল একই রাশির মধ্যে যোগ-বিয়োগ সম্ভব। যেমনঃ বেগের সাথে বেগের যোগ -বিয়োগ কিংবা ত্বরণের সাথে ত্বরণের যোগ বিয়োগ সম্ভব। কিন্তু বেগের সাথে ত্বরণের যোগ বিয়োগ সম্ভব নয়।

এ কথাটা বিভিন্ন প্রাণীর বুদ্ধিমত্তার সাথেও সামন্জস্যপূর্ণ। যেমনঃ একটা কুকুরের বুদ্ধিমত্তার সাথে যদি একটা মানুষের বুদ্ধিমত্তার তুলনা করা হয়, তাহলে কি বিষয়টা ঠিক হবে? কিংবা একটা পিঁপড়ার কার্যকলাপের সাথে যদি একটা কুকুরের কার্যকলাপ তুলনা করা হয়, তাহলে ব্যাপারটা কি দাড়াবে ? নিশ্চয়ই যে এরকম কাজ করবে, তাকে একটা বদ্ধ পাগল মনে হবে।

ঠিক এই ভুলটাই করে স্বঘোষিত নাস্তিকেরা। তারা মনে করে জগতের সকল রহস্য তাদের জানা হয়ে গেছে। তারপর ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দেয় নিজেদের বুদ্ধিমত্তার দৌড় অনুযায়ী। অথচ তারা ভুলে যায়, এই বিশাল মহাবিশ্বের তুলনায় তারা একটা ক্ষুদ্র নগন্য প্রাণী। জগতের অনেক রহস্যই আছে, যেটা তার বুদ্ধিমত্তায় ধারণ করে না।

আজকে ব্লগার আসিফ মহিউদ্দিনের একটা পোস্ট হয়তো অনেকেই পড়েছেন। সেখানে তিনি হিটলারের কথা উল্লেখ করেছেন। হিটলারের ইহুদিদের উপর বিভিন্ন অত্যাচার নির্যাতনের কাহিনী বর্ণনা করে তিনি বলতে চেয়েছেন হিটলার একজন 'মেনটালি ইল পারসন ' ছিলেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন ছিল।

পাশাপাশি তিনি উল্লেখ করেছেন স্বর্গ এবং নরকের কথা। তার মতে, সৃষ্টিকর্তায় বিশ্বাস না করলে নরকে যে শাস্তির ভয়াবহ বর্ণনা দেয়া আছে এটা নাকি হিটলারের মতোই। আরো কিছু ভয়াবহ রকমের কথা তিনি বলেছেন। আমি সেগুলো আর বললাম না।

এখানে যে ভুলটা তিনি করেছেন সেটা হল, মানুষের বুদ্ধিমত্তা দিয়ে মানুষের এবং সৃষ্টিকর্তার কাজের তুলনা করেছেন। কিন্তু তিনি ভুলে গেছেন দুইটি আলাদা সত্তার মাঝে তুলনা সম্ভব নয়।

বেগ ও ত্বরণের মধ্যে কিংবা পিপড়া ও কুকুরের কাজের মধ্যে তুলনা করলে তাকে যেমন একটা বদ্ধ পাগল মনে হবে, তেমনি আসিফ মহিউদ্দিনের এই তুলনায় এটা প্রমাণিত, সে একটা বদ্ধ পাগল। এবং তার মানসিক চিকিৎসা নেয়া অতীব জরুরী।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225489
২৪ মে ২০১৪ দুপুর ০৩:৪২
পুস্পিতা লিখেছেন : হুমম...
225500
২৪ মে ২০১৪ বিকাল ০৪:০২
সাদাচোখে লিখেছেন : ভাল বলেছেন। সিম্পল যুক্তি। কিন্তু চোখ কান বন্ধ হওয়া নাস্তিক যুক্তি যেমন বুঝেনা - তেমনি কোন সেন্সকেও কাজ করাতে পারেনা।

অতি মাত্রায় মনোজগতের ফানুস আত্মবিশ্বাস হতে নাস্তিকতার জন্ম যা লিটারেলী এডাল্টহুড বয়সের একটা রোগ মাত্র। ঠিক যেমন টিন এ্যাইজে প্রেম রোগ জন্মায়।

এর থেকে উত্তোরনের জন্য যা দরকার তা হল নাস্তিক মানুষটাকে 'চোখ কানকে খোলা রাখতে হবে, কনক্লুশান টেনে রিজিড হওয়া যাবেনা'। আর কেউ চোখ কান বন্ধ করে, রিজিড হয়ে - গাধাঁর মত চিৎকার-চেচামেচী করতে থাকলে - এক পর্যায়ে তা ক্রনিক ডিজিজ এর মত শরীরে ও মননে গেড়েঁ বসবে। তখন আপনার দেওয়া এমন হাজারো যুক্তি, হাজারো প্রমান পেশ করলেও - এদের চোখ কান খুলবেনা। ১৪০০ বছর আগে আল্লাহ সিম্পলী তাই বলেছেন কোরআনে (২:১৮)।

আল্লাহ তার এ সব সৃষ্টিকে উৎসাহিত করেছেন সৃষ্টি ও স্রষ্টাকে নিয়ে প্রশ্ন করতে, উত্তর খুজতে - কিন্তু মূঢ়তাকে, রিজিড নেস কে নিরুৎসাহিত করেছেন। আহ্বান করেছেন জেনে শুনে বুঝে স্রষ্টাকে গ্রহন করতে, স্রষ্টার এ্যাকশান ও রিএ্যাকশান বুঝতে। এবং কনভিন্স হয়ে পরিপূর্নভাবে সাবমিট করতে।

ধন্যবাদ চমৎকার লিখার জন্য।
225502
২৪ মে ২০১৪ বিকাল ০৪:০৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সারা জীবন আর্টসে পড়ে এসেছি তাই পদার্থের উদাহরণ টেনে বিষয়টা আমি গুলিয়ে ফেলেছি। তবে নাস্তিক আস্তিক বিষয়টা বোঝাতে চাইছেন সেটাই শুধু বুঝলাম।
225506
২৪ মে ২০১৪ বিকাল ০৪:১৩
আমীর আজম লিখেছেন : প্রাণীর উদাহরণটা তো বুজতে পারার কথা। @হারিয়ে যাবো।
225552
২৪ মে ২০১৪ বিকাল ০৫:২২
ছিঁচকে চোর লিখেছেন : হুম সত্য বটে
225601
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File