ধিন তানা ধিনের সংস্কৃতি থেকে কোমলমতি শিশুদের রক্ষা করুন প্লিজ।

লিখেছেন লিখেছেন আমীর আজম ২২ জানুয়ারি, ২০১৪, ০৩:২৮:১৬ দুপুর

উদ্বিগ্ন আঙ্কেল আমাকে ফোন দিল -

: বাবা খুব চিন্তায় আছি।

: কেন আঙ্কেল।

: আমার ছেলেটা এবার সব সাবজেক্টেই ভাল করেছে।

: বলেন কি আঙ্কেল। এত খুব ভাল কথা। চিন্তার কি হইল.?

: আরে কথা শোন আগে।

: জি বলেন।

: একটা সাবজেক্ট ভাল করে নাই।

: কোনটা ?

: আর্ট এন্ড ক্রাফ্ট।

: অ্যাঁ। এটা আবার কোন সাবজেক্ট। এতদূর আসলাম এই সাবজেক্ট তো জীবনেও পড়ি নাই।

: আরে এগুলা তো আমরাও পড়ি নাই। কি সব হিজিবিজি আর্ট করা লাগবে। সেটা আবার কম্পালসিরি।

: ও। তাহলে ভাল একটা টিচার দেখে প্রাইভেট দিয়ে দেন।

: আরে সেজন্যই তো তোমাকে ফোন দেয়া। ভাল একটা আর্টের টিচার দেখিও তো।

কাম সেরেছে। আর্টের টিচার এখন কই পাই।

কিছুদিন পর হয়তো এরকম হবে - নৃত্যকলা নামে একটা সাবজেক্ট ছোট বাচ্চাদের কম্পালসিরি করা হবে।

তখন উদ্বিগ্ন অভিভাবক ফোন দিয়ে বলবে," আমার ছেলেটা সব বিষয়ে পাশ করেছে শুধু নৃত্যে ফেল করেছে। তুমি দেখিও তো বাবা কোন নর্তকী পাও কিনা। ছেলেটাকে এখন নাচ শেখাতে হবে। "

ঘরে ঘরে তৈরি হবে জলসা ঘর। প্রতিদিন সকালে সবার বাড়ি থেকে সাউন্ড আসবে ধিন - তানা - ধিন।

আমি কখনোই এসব শেখানোর বিরুদ্ধে নই। শুধু অনুভব করি একটা ধর্মগ্রন্থের।

আপনারা ধর্মগ্রন্থ গুলোকেও কম্পালসিরি করেন। তারপর দেখেন আপনার সন্তানটি কিভাবে শালিনতার সংস্কৃতির মাঝে বেড়ে ওঠে।

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165811
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
আলোকিত ভোর লিখেছেন : প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ Rose Rose Rose
165903
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
ইমরান ভাই লিখেছেন : সত‍্যি খুবই চিন্তার বিষয়। ধন‍্যবাদ
166173
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১১
সাইদ লিখেছেন : শিক্ষনীয় পোস্ট। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File