অধ্যাপক জাফর ইকবাল স্যারের পদত্যাগ পরবর্তী বিভিন্ন লোকের প্রতিক্রিয়া সংবলিত সাক্ষাৎকার। কেউ জোকস মনে করলে আমার কিছু করার নাই।

লিখেছেন লিখেছেন আমীর আজম ২৭ নভেম্বর, ২০১৩, ০৮:১১:০৮ সকাল

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল স্যারের পদত্যাগ পরবর্তী কিছু লোকের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, সেটা নিম্নরুপঃ

............................................

এক রাজনীতিবিদ কহিল -

- জাফর স্যার মানি লোক কি না ?

- জি, মানি লোক।

- মানি লোকের এক জবান কি না ?

- জি এক জবান।

- তাইলে এই মানি লোক যখন একবার পদত্যাগের জবান দিয়া দিছে, তাইলে ধইরা লন উনি আর ফিরব না। অযথা আন্দোলন কইরা লাভ নাই।

- কন কি !!!!!!!!!!

..........................................

এক আবেগী ছাত্র -

- জাফর স্যারকে অবিলম্বে ফিরিয়ে আনা হোক। নইলে ....

- নইলে ?

- নইলে ..........

- কি ?

- আমার মনের ভিতরে আরেকটা শাহজালাল বিশ্ববিদ্যালয় বানামু। বানায়া ওনাকে এটার অধ্যক্ষ করমু।

- ভাল কথা। তা অধ্যক্ষের বেতন দিবা কই থাইকা ?

ছাত্রটি ভ্যাবাচ্যাকা খাইয়া গেছে, আর কিছু কয় না।

..........................................

এক বেকার যুবক -

- তাইলে তো একখান দরখাস্ত লিখতে হয়।

- ক্যান ? স্যাররে ফিরা আননের লাইগা।

- আরে নারে ভাই।

- তয়।

- যে পোস্টটা খালি হইল সেটার জন্য আবেদন করা লাগব তো। জীবনের সব চাকরির আবেদন সবার আগে করার রেকর্ড আছে আমার, হু।

কি কমু ভাইবা পাইলাম না।

..........…………………………

এক সাধারণ কৃষককে-

- চাচা জানেন কি, জাফর স্যার পদত্যাগ করছে ?

- কুন জাফর?

- আরে জাফর স্যাররে চিনলেন না। ব্যাপক আন্দোলন হচ্ছে যে।

- যেই হোক। লোকটা পদত্যাগ করছে, এখন করবে কি। পোলা মাইয়া নিয়া না খায়া থাকবো নাকি। যাই হোক বাবা লোকটারে পাইলে আমার কাছে নিয়া আসিও। আমার খেতে একটা কাম দিয়া দিমুনি। আমরা গরীব হইবার পারি, তয় মনটা অনেক বড়।

- আরে রাখেন মিয়া আপনার বড় মন। কার সম্পর্কে কি কন।

.…………………………………

একজন সন্দেহবাতিকগ্রস্থ -

- আমার মনে হয় ......

- কি মনে হয়.?

- স্যারে আরো বড় কোন বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিদেশের কোন ....

- খামোস বেদ্দমিস। স্যারেরে চিন তুমি। আর একটা বাজে কথা কইলে জিহ্বা টাইনা ছিড়ালামু।

মাথা গরম হইয়া গেছে। তাই আর সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয় নাই।

বি : দ্র : এই লেখায় মোর কুন কৃতিত্ব নাই। যেইডা হুনছি, হেইডা লেখছি। তাই অযথা কেউ মোরে গালি দিয়া ছোড হইয়েন না।

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File