আসুন সালামের সংস্কৃতি চালু করি, দেশের শান্তি শৃঙ্খলা পুন:প্রতিষ্ঠিত করি।

লিখেছেন লিখেছেন আমীর আজম ২৩ নভেম্বর, ২০১৩, ১০:১৭:০১ রাত

ইসলাম যে একটা শান্তির ধর্ম, এটা প্রমাণ করার জন্য খুব বেশি কিছু বলার দরকার নাই।

অন্যান্য আইনের কথা ন হয় নাই বললাম, শুধুমাত্র যদি পরস্পরকে সালাম দেয়ার সংস্কৃতি দেশে চালু করা যায় তাহলে বর্তমানে যে অরাজকতার পরিস্থিতি চলছে এর প্রায় 70% মিটে যাবে বলে আমার বিশ্বাস।

অনেকেই হয়ত আমার সাথে দ্বিমত পোষণ করবেন। তাই একটা ছোট উদাহরণ দেই। এখন পর্যন্ত দেশে সালামের সংস্কৃতি চালু আছে একটা জায়গায়। সেটা হল শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে। তাই এখন পর্যন্ত এই একটি মাত্র জায়গাতেই আছে শান্তি, আছে শ্রদ্ধা ভক্তি ও স্নেহ মমতার মত কথাগুলো।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব নাই, খোঁজ নিয়ে দেখবেন সেখানে সালামের জায়গা দখল করছে গুড মর্নিং কিংবা গুড আফটারনুন নামক কথা গুলো।

আর কিছু করা লাগবে না। শুধুমাত্র যদি বাংলাদেশের প্রতিটা সংসদ সদস্য, প্রতিটা মন্ত্রী পরস্পরকে আন্তরিকতার সাথে সালাম বিনিময় করে দেশের সকল সমস্যা সমাধান হয়ে যাবে।

"হাতি ঘোড়া গেল তল পিঁপড়ে বলে কত জল "......এতক্ষণে হয়ত কেউ কেউ এরকম একটা উক্তি করে ফেলছেন। তাই আরেকটা উদাহরণ দেই …

আমাদের দুই নেত্রীর মধ্যে সংলাপ কিংবা ফোনালাপ সফল না হওয়ার কারণ কি।?

কারণ তারা সালাম বিনিময় করে নাই। আজকে যদি তারা সালাম বিনিময়ের মাধ্যমে সংলাপ শুরু করে তাহলে দেশটা অবশ্যই একটা স্থিতিশীল পর্যায়ে চলে আসবে।

অনেকেই ভাবছেন এ আর এমন কি এটা তো খুব সহজ কাজ। না, এটা সহজ কাজ নয়। কারণ সবাইকে সালাম দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিসের দরকার হয় ......

সেটা হল মন থেকে যাবতীয় অহংকার দূর করা।

আমাদের দুই নেত্রী সেটা পারবে না। একজন বলবে, আমি কেন দেব উনি আগে দিবে। আরেকজন বলবে, আগে উনি সালাম দিবে পরে আমি উত্তর দিব।

স্বপ্ন দেখি সেদিনের যেদিন দেশের মন্ত্রী, সংসদ সদস্যরা আন্তরিকতার সাথে সালাম বিনিময়ের মাধ্যমে দেশের সকল সমস্যা সমাধান করে ফেলবে।

বি : দ্র : পোস্টটি শুধুমাত্র মুসলিম কিংবা নিজেকে মুসলিম বলে পরিচয় দানকারী কিংবা মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ব্যাক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য।

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File