যে যুক্তিতে ঢাবি এদেশের সবচেয়ে বড় জঙ্গি তৈরির কারখানা।
লিখেছেন লিখেছেন আমীর আজম ১২ নভেম্বর, ২০১৩, ০৩:২৪:২৮ দুপুর
আমার বেশ কয়েকজন ফ্রেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রথম দিকে তারা খুব আগ্রহ নিয়ে আমাকে ফোন করে বলত ................
- দোস্ত, আজকে কয়েকটা গাড়ি ভাঙলাম। গাড়ির মধ্যে প্রথম মাইরটা আমি দিছি।
- কস কি?
- হু।
- দোস্ত, এগুলা কিন্তু ভাল কাজ না।
- আরে রাখ ব্যাটা তোর ভাল মন্দ। এটা তো আমাদের কাছে ডাল ভাত খাওয়ার মতোই সাধারণ ঘটনা।
ইদানীং তারা আর আমাকে ফোন দিয়ে গাড়ি ভাঙার কথা বলেনা। হয়তো ডাল ভাত খাওয়ার মত ঘটনাটা তারা এখন মুড়ি মুড়কি খাওয়ার মত ঘটনায় বানায় ফেলছে।
মুড়ি মুড়কি খেয়ে তো কাউকে আগ্রহ নিয়ে কাউকে বলার মত কিছু নাই। তাই তারাও আর আমাকে বলে না।
পেপারে একটা ছবি দেখলাম। কয়েকজন ছেলে হাতে লাঠি নিয়ে গাড়ি ভাঙছে। নিচের ক্যাপশনে লেখা জামায়াত শিবিরের জঙ্গি কর্মীদের তান্ডব।
লাঠি দিয়ে গাড়ি ভাঙলে যদি জঙ্গি হয়। তাহলে ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে মাফ চাই) ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এদেশের সবচেয়ে বড় জঙ্গি তৈরির কারখানা।
জানি না আর কতদিন স্বাধীন দেশের এই পরাধীন মিডিয়াগুলো কথার মারপ্যাচে ফেলে সাধারণ মানুষকে ধোকা দিয়ে যাবে।
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন