প্রসঙ্গ : ফেলানি রোড
লিখেছেন লিখেছেন আমীর আজম ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৫৮:১৪ দুপুর
একটি পুরাতন জোকস -----------
স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী কষে স্বামী বেচারার গালে একটা চড় দিয়ে বসল। স্বামী মুখ কাচুমাচু করে বলল..........
স্বামী : তুমি কি ফাজলামি করে মারলে নাকি সিরিয়াসলি?
স্ত্রী : সিরিয়াসলি মেরেছি।
স্বামী : ও তাহলে ঠিক আছে। আমি আবার ফাজলামি একদম পছন্দ করি না।
..................................,,.............................
নতুনভাবে ....................
ভারতীয় হাইকমিশনার এবং বাংলাদেশ সরকারের মধ্যে কথোপকথন।
ভা.হা : শুনলাম আপনাদের দেশের পিচ্চি পোলাপাইনরা আমাদের কার্যালয়ের সামনের রাস্তাটির নাম ফেলানি রোড করার জন্য খুব চিল্লফাল্লা করতাছে।
বা.স : জি হুজুর, ঠিকি শুনেছেন।
ভা.হা : তারা কি ফাজলামি করতাছে নাকি সিরিয়াসলি করবার চায়?
বা.স : না হুজুর। পোলাপাইন গুলো অসম্ভব রকম জেদী হয়ে গেছে। তারা মনে হয় ব্যাপারটা সিরিয়াসলি নিছে।
ভা.হা : ও আচ্ছা। তাহলে ঠিক আছে। আমরা আবার ফাজলামি একদম পছন্দ করি না।
.............................................................
তাহলে আসুন ভাইয়েরা, ভারতীয় হাইকমিশনারের কার্যালয়ের সামনের রাস্তাটির নাম ফেলানি রোড করে সিরিয়াসলি ভারতীয়দের গালে একটা কষে চপেটাঘাত করি।
সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে আমরা ব্যাক্তিগতভাবি রোডটিকে ফেলানি রোড বলেই ডাকব।
আমরা তরুণ প্রজন্ম। যেটা সিদ্ধান্ত নিব বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন