বর্ষা কথন
লিখেছেন লিখেছেন আমীর আজম ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৯:৫২ রাত
--- তোমার প্রিয় ঋতু কি?
--- বর্ষাকাল।
--- ছিঃ ছিঃ ছিঃ। বর্ষাকাল আবার কারও প্রিয় ঋতু হয় নাকি? শরৎ, শীত, বসন্ত এমনকি গ্রীষ্ম পর্যন্ত শুনেছি। কিন্তু বর্ষা ! প্রথম শুনলাম তোমার কাছে।
--- তুমি প্রথম শোন আর শেষ শোন। আমার প্রিয় ঋতু বর্ষা সো বর্ষা।
---কেন তোমার প্রিয় ঋতু বর্ষা?
--- তা তো জানি না।
--- ছাগল নাকি? একটা জিনিস প্রিয়, কেন প্রিয় সেটা জান না।
--- সত্যি জানি না। তবে মায়ের কাছে শুনেছি যখন আমি ছোট ছিলাম বৃষ্টি আসলেই নাকি কান্নাকাটি শুরু করে দিতাম। তারপর যখন বারান্দায় নিয়ে যেত তখন থেমে যেতাম আর অবাক হয়ে বৃষ্টি দেখতাম। হাত বাড়িয়ে নাকি বৃষ্টি ধরারও চেষ্টা করতাম।
--- তাই নাকি।
--- হু। অভ্যাসটা এখনও আছে। এখনও বৃষ্টি আসলে ঘরে বসে থাকতে পারি না। যত ব্যস্ততাই থাক সব ফেলে ছুটে যাই বৃষ্টি দেখতে।
--- খুব ইন্টারেস্টিং তো !
--- বৃষ্টির সবচেয়ে আনন্দঘন জিনিস কি জান?
--- কি?
--- এক হাত দিয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করা। অন্যরকম একটা অনুভূতি। হাতের উপর যখন বৃষ্টির ফোটা পড়ে মনে হয় সারাটা জীবন এভাবেই কাটিয়ে দেই।
--- একটু টেস্ট করি তোমাকে। বৃষ্টি নিয়ে কতগুলো ছড়া, কবিতা বা গান বলতে পারবে তুমি?
--- অসংখ্য।
কবিতা :
নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাইরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। .....................
বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান। ..................... ........
গান :
বৃষ্টি দেখে অনেক কেদেছি, করেছি কতই আর্তনাদ। তোমাকে আজ কাঁদাবো বলে, দুচোখের জলে ভাসাবে বলে, মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষা রাত। ....................
ছড়া :
বৃষ্টি এল কাশবনে, জাগল সাড়া ঘাসবনে। বকের সারি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশবনে .........
--- হয়েছে হয়েছে .....আর বলা লাগবে না। বুঝতে পেরেছি বৃষ্টি বিশেষজ্ঞ।
--- বৃষ্টি নিয়ে আমার একটা বিশেষ অনুভূতি আছে।
--- কি?
--- বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে থাকা গাছগুলো যখন দেখি তখন সেগুলোকে আমার মুনিঋষীর মত মনে হয়। গভীর ধ্যানমগ্ন। আর বৃষ্টি যেন ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে তাদের যত পাপ পঙ্কলতা আর ময়লা আবর্জনা। এই দৃশ্য দেখি আর ভাবি আমিও বুঝি আজকে থেকে নিষ্পাপ হয়ে গেলাম।
--- হুম চিন্তার বিষয়।
--- আল্লাহ যদি এরকম কোন বৃষ্টি তৈরি করত যা মানুষের অন্তরটাকে পরিস্কার করে দিত তাহলে মানুষ কত সুখে শান্তিতেই না বসবাস করত। তবে আমি দ়ঢ়ভাবে বিশ্বাস করি এরকম বৃষ্টি একদিন আসবে, অবশ্যই আসবে।
বিষয়: বিবিধ
১৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন