Abar tora manush ho (আবার তোরা মানুষ হ )
লিখেছেন লিখেছেন আমীর আজম ১৫ জুলাই, ২০১৩, ০১:২০:৪৮ রাত
অনেকেই আছেন যারা ক্লাস সেভেন
এইটে ইংরেজি অ্যাডভান্স গ্রামার
বইটা পড়েছেন। সেখানে letter,
composition কিংবা paragraph সব
খানেই my favourite film বিষয়টা যখনই
আসত তখনই একটা film এর নাম দেখতাম
abar tora manush ho অর্থাৎ আবার
তোরা মানুষ হ।
কে মানুষ হইল ক্যামনে মানুষ হইল জানার খুব
আগ্রহ ছিল। কিন্তু ছবিটা দেখার সুযোগ
এখনও হয় নাই।
.............................................
.............
"জননী ঘুমাও শান্তিতে
আমরা আছি রাজপথে। "
রংপুর টাউন হলের সামনে বিশাল ব্যানার।
ব্যানারে শহীদ জননী জাহানারা ইমামের ছবি।
নিচে লেখা উপরের ছত্রদ্বয়।
সবি ঠিক আছে। কিন্তু
রাজপথে তো কাউকে দেখিনা। একদম ফাঁকা।
এইতো কিছুদিন আগেও রাজপথে ঢোল
তবলা নিয়ে কি রমরমা অবস্থা। এখন কেন
রাজপথ ফাঁকা? তবে কি...........
খুব ইচ্ছে করে জননী কে বলি.........
যতদিন বিরানির প্যাকেট ছিল হাতে
তোমার সন্তানেরা ছিল রাজপথে
বিরানির প্যাকেট শেষ
সন্তানেরাও নিরুদ্দেশ।।
কোথায় জননী একবার জেগে দেখ তোমার
সন্তানের অবস্থা।
তোমাকে নিয়ে রাজনীতি করতেও এদের বুক
একটুকু কাঁপে না। কোথায় লুকাবে জননী এই
ব্যার্থতা।
তাহলে কি কবি ঠিকই বলেছেন ..........
সাত কোটি বাঙালীরে হে মুগ্ধ জননী
রেখেছ বাঙালি করে মানুষ করনি।
খুব ইচ্ছা করে এদের সবাইকে নিয়ে "আবার
তোরা মানুষ হ" সিনেমা টা দেখি।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন