..তবে আশুরার দিবসে কারবালা কেন সর্বাগ্রে গুরুত্ব পাবে?...

লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ২৭ অক্টোবর, ২০১৫, ১২:০৪:৩১ রাত



''তাহলে আপনার মতে কারবালার ঘটনা না ঘটলেও ১০ মুহররম আশুরা পালন করা হত। সেক্ষেত্রে আশুরা দিবসে কারবালার ঘটনা সর্বাগ্রে কেন গুরুত্ব পাবে?"

(https://www.facebook.com/shahadat.siddiquee.9/posts/915136025208526)

-এটাও অনেক সুন্দর একটি প্রশ্ন। এর অসংখ্য কারণ থাকতে পারে। সব আমরা আসলে জানতে পেরেছি বললে বাড়াবাড়ি হবে। বিষয়টি যতটুকু নিবিড় ঈমানী মনোযোগ দাবী করে- তা থাক, বাঙালী মুসলমান তার স্বাভাবিক বুদ্ধিবৃত্তিক মনোযোগও দিতে পারেনি, হাজারও জটিল কারণে! যাই হোক, আপনি ইচ্ছে করলে উপরের কথা গুলো থেকেই এর খানিকটা জবাব পেতে পারেন। (দেখুন উপরের link'এ)

তারপরও আমরা কিছুটা হেল্প আপনাকে করতে পারি। আসুন কিছু পয়েন্ট আউট করা যাক-

প্রথমত,

এটি অর্থাৎ, কারবালার শাহাদাত আশুরার সাথে উম্মতে মোহাম্মদী(মুসলিম উম্মাহ)’কে সরাসরি সম্পৃক্ত করে।

দ্বিতীয়ত,

কারবালার স্যাকরিফাইস ইসলামের ইতিহাসে(আদম আ. থেকে মুহাম্মাদ স. পর্যন্ত) উম্মতদের মধ্য হতে সর্বোচ্চ স্যাকরিফাইস।

তৃতীয়ত,

কারবালা আশুরার নিগুঢ় তাৎপর্যপূর্ণ সমৃদ্ধ ইতিহাসের লেটেস্ট অধ্যায়।

চতুর্থত,

আশুরার ইতিহাসে(মানবজাতির ইতিহাসেও) সংঘটিত কোনো ঘটনাই আজ কারবালার শাহাদাতের মতো অতোটা প্রাসঙ্গিক নয়। মানবজাতি যেভাবে সাম্রাজ্যবাদী দূষ্টচক্রে আবর্তিত হতে বাধ্য হচ্ছে কিংবা বলতে পারেন- মুসলিম উম্মাহ যেভাবে রাজতান্ত্রিক ও ঔপনিবেশিক দালালদের খপ্পরে পড়েছে, বহুবিদ আন্তঃজালিক ফাঁদে হাঁসফাঁস করছে- সেই অমানবিক দাসত্বের চোরাগলি থেকে কারবালা উম্মাহকে/মানবজাতিকে পথ দেখায়, অটল থাকার পাথেয় জোগাড় করে দেয়। দেখুন- কারবালাঃ মুসলিম উম্মাহর এসিড টেস্ট এবং মানবমুক্তির বিদ্যাপীঠ…

(https://www.facebook.com/shahadat.siddiquee.9/posts/914733388582123)

পঞ্চমত,

সেই থকে আজ পর্যন্ত সাম্রাজ্যবাদবিরোধী যতো আন্দোলন, মুসলিম নামধারী স্বৈরাচারদের প্রতিপক্ষে যতো কার্যকর সংগ্রামে উম্মাহ অনুপ্রাণিত হয়েছে, তার সবগুলোই মূলত কারবালার অফুরন্ত খুন প্রবাহেরই অসমাপ্ত পরিণতি। এবং অনাগত দিনগুলোতেও বিস্তৃত হবে কারবালা সীমা…।

সেই প্রবাহেরই সর্বোত্তম সংস্করণ হয়ে আসবেন ইমাম মাহদী। একমাত্র 'খিলাফাত মিন হাজিন নবুয়াত'ই হতে পারে কারবালার প্রতিশোধ। সে পর্যন্ত প্রতিটি মুমিন-

কখনও কারবালার শোকে-

কখনও শাহাদাতের আকাঙ্ক্ষায় কিংবা

দ্রোহের আগুনে, জেনে না জেনে-

ইচ্ছায় অথবা অনিচ্ছায় জ্বলতে থাকবে…

ভুলে যাবে হয়তো আশুরা কারবালার ভেদ!

জানবে না, হয়তো জানতে চাইবেও না-

কেন আশুরা দিবসে কারবালার ঘটনা এসে যায় সর্বাগ্রে!

পায় সর্বাধিক গুরুত্ব!!...

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347323
২৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:০৭
নিমু মাহবুব লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
১৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৭
290695
শাহাদাত মাহমুদ সিদ্দিকী লিখেছেন : ওয়া আ'লাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File