আরো একটি অকবিতার খসড়া
লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩০:৩৫ রাত
সমস্ত কিছুই অবৈধ তোমার
তোমাকে ভালোবাসতে আমার কোন আপত্তি নেই
কিন্তু তুমি যে বড়ই পরাশক্তিপ্রবণ!
পান থেকে চুন খসলেই মোড়ল ধরো
তাপপর কত্তো রকম জিগির তোমার...
বিশ্বাস করো-
তোমাকে ভালোবাসতে আমার মোটেই অরুচি নেই
কিন্তু প্রেমের চেয়ে পাওয়ারে তোমার আসক্তি!
আরো ক'টা দিন স্বৈরাচার থাকার স্বাধ লেগেই থাকে
দরকার হলে নিলামে তুলে দাও আমার হৃদপিন্ড...
জনগণ বলে-
আমার সমস্ত 'ভালোবাসা'ই অনুবাদ করো দূর্বলতা
বিষণ্নতাকে ভন্ডামি ভাবো
বেদনায় ছটফট করলে বলো বাড়াবাড়ি
তালকের এই আপাত অসমর্থতা হয়তো ঐতিহাসিক
কিন্তু ভেবো না তোমার ছড়িই আমার নিয়তি
ভুলে যেও না, এখনও-
আমি ছাড়া সমস্ত কিছুই অবৈধ তোমার...
বিষয়: সাহিত্য
৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন