আব্দুল কাদের মোল্লা
লিখেছেন লিখেছেন উচ্ছল ২৬ জুন, ২০১৩, ০১:৩৬:৫৪ দুপুর
তোমরা জান না কাকে নিয়ে মস্করা কর,
তোমরা জান না কাকে নিয়ে মজা লও,
তোমরা বোঝ না মিথ্যাবাদীদের চমৎকার প্রপাগান্ডা।
তোমাদের বুঝিয়েছে বিকৃত ইতিহাস,
মুক্তিযুদ্ধের টেন্ডার নেয়া কিছু উর্বর মস্তিষ্ক।
যারা তরুণদের মোহিত করে উন্নয়নের উল্টো গ্রাফ দেখিয়ে।
দেখতে চাওনা একবারও সে কে?
শুনতে চাওনা একবারও তার ভাষা।
বুঝতে চাওনা তার লেখা প্রবন্ধ-সাহিত্য।
বলেছিলেন- কি করা হয়?
উত্তর- সাংবাদিকতা।
কথা হয়েছিল যখন তার আর আমার,
একটি সর্বশেষ কথা-
একবার হলেও পড়ো- লেখক 'কুলদীপ নায়ার'।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন