ইসলাম ধর্মে আহলে কিতাবের মধ্যে বিবাহ জায়েজ আছে ( সাময়িক পোষ্ট )

লিখেছেন লিখেছেন খেয়া ঘাট ফরিদপুর ২০ জুন, ২০১৩, ১২:১২:২৩ দুপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, আমার ছেলের বউ ইহুদি নয়, খ্রিস্টান। ড. কামাল হোসেনের মেয়ের ইহুদি জামাইয়ের কথা বলতে গিয়ে ভুল করে তার ছেলের (সজীব ওয়াজেদ জয়) বউয়ের কথা বলে ফেলেছেন বিরোধীদলীয় সদস্য। তিনি বলেন, ড. কামালের মেয়ের জামাই যে ইহুদি সেটা না বলে খামোখা আমার ছেলের বউকে নিয়ে টানাটানি হচ্ছে।

বিরোধীদলীয় এক মহিলা সংসদ সদস্যের সম্প্রতি সংসদে দেয়া বক্তব্যের জবাব দিতে গিয়ে গতকাল সংসদ নেত্রী বলেন, আমার ছেলের (জয়ের স্ত্রী) বউ, তাকে ইহুদি বানিয়ে ফেলেছে। অথচ তারা জানে না আমার ছেলের বউ ইহুদি নয়। হ্যাঁ, সে খ্রিস্টান। আর খ্রিস্টান হচ্ছে আমাদের আহলে কিতাব (ইসলাম ধর্মে আহলে কিতাবের মধ্যে বিবাহ জায়েজ আছে)। এটা তাদের জানা উচিত। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক।

এ ধরনের অনেক অসত্য তথ্য বিরোধী দল সংসদে দিয়ে যাচ্ছে। আমি বিরোধী দলকে বলব, সত্য তথ্য দিয়ে কথা বলেন। অহেতুক মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।

বিষয়: বিবিধ

১৬১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File