......ওবায়দুল কাদের আহ্বান,

লিখেছেন লিখেছেন দুর্নিতির বিরুদ্ধে জীবন গড়া কি কি ১০ আগস্ট, ২০১৩, ০৭:৩৭:০৭ সন্ধ্যা



আমার সাথে যারা প্রভাসে আছে।

১০০% মধ্যে ৯০% লোকেরা বর্তমানে

বাংলার নায়ক বলে বিশ্বাস করে

(০১)টি লোক কে,সু'প্রণয়ের মানুষ হিসাবে চিনে।

বাংলার মিডিয়া গুলোর কারণে তাই

আমার মনে হয় বেশী।

রাজনিতির কারণে কেউ কেউ খারাপ ও বলতে পারে।

প্রভাসে থেকে আমরা যতটুকু দেখি।

তাঁর বিশ্রাম একদম কম।আমাদের রাজনিতি

দল নিয়ে নানান যুক্তি আছে,আছে বলা বাহুল্য তর্ক।

আমরা প্রভাসিরা চাই না কোন দল কে বাদ দেওয়া হোক।

বা কোন দল খারাপ পথে যাক তাও চাইনা।

কিন্তু, ঈদের পরে হরতাল??? গণতন্ত্র দেশে না-কি দিতে পারে।

আইনের পাক, আমরা জনগণ বুজিনা।

শুধু একটাই কথা বলতে ইচ্ছে তাই বলেছি

বলবো বলছি বর্তমান বাংলার নায়ক, বাংলা মাটির সন্তান,

....ওবায়দুল কাদের আহ্বান করেছে

এই ০২ দিন হরতাল থেকে বিরত থাকার জন্য।

আপনারা ইচ্ছে করলে উপায় হবে.......।

http://www.amarjibonbd.blogspot.com

বিষয়: বিবিধ

১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File