সিরিয়া ইস্যু
লিখেছেন লিখেছেন মুহাম্মদ কেফায়েত হোসাইন সিয়াম ০৩ জুন, ২০১৩, ০৩:৪২:৪২ রাত
বাপে জিগাইল, সিরিয়া নিয়ে আমার মতামত কি? বাপেরে আর কি কমু, সিরিয়া নিয়ে আমি নিজেই দিধাদন্দে আছি। একদিকে আসাদ, হিজবুল্লাহ আর ইরান সিয়া অধ্যুষিত হলেও তাদের ইসরাইল ও মার্কিন বিরোধী নীতির কারণে পছন্দ করি। অপরদিকে সুন্নি অধ্যুষিত বিদ্রোহী গ্রুপগুলো খিলাফত প্রতিষ্ঠা করবে বা হিযবুত তাহরীরকে নুসরাহ দিবে শুনতেছি। তাই কারো পক্ষে বিপক্ষে না গিয়ে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি ব্যাপারটা। আল্লাহ্ যেন মুসলিম উম্মাহর জন্য যা কল্যাণকর তাই করেন।
বিষয়: বিবিধ
১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন