আমাদের জীবন মাত্র কয়েক মিনিটের!
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ২৬ আগস্ট, ২০১৫, ০৪:৫০:১৮ বিকাল
জন্মের পর আযান দেওয়া হয়, কিন্তু সে আযানের নামাজ নেই।
মৃত্যুর পর নামাজ পড়া হয়, জানাযার নামাজ। কিন্তু সে নামাজের আযান নেই।
কিছু বুঝলেন?
আপনার জন্মের পরের আযানটাই মৃত্যুর পরে আপনার জানাযার নামাজের আযান।
মানে দাড়ালো, আযান এবং নামাযের মধ্যবর্তী সময়টুকুই আপনার জীবন, আপনার ইহকাল!
আযান আর নামাযের মাঝের সময় কতটুকু? মাত্র পনেরো মিনিট।
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের রহম করেন বলেই লক্ষ কোটি পাপ করেও আমরা ভাল আছি।
ধন্যবাদ!
সময়টা আসলে নিতান্তই স্বল্প। কারণ, আযান আর নামাজের মাঝে আমরা যে সময়টুকু নেই, নবী সাহাবিদের যুগে সে সময়টুকুও নিতেন না। তারা মসজিদে উপস্থিত হয়ে যেতেন আাযানের আগেই।
আরল্লাহ পাক আমাদের জীবনকে কিন্তু এক দুই 'সাআহ'' বা মুহুর্তই বলেছেন।
ধন্যবাদ!
০ এটা একেক জনের একেক রকম । ১ মিনিটও হতে পারে আবার ৯০ বছর বা তদুর্ধ্বও হতে পারে।
১৫ মিনিট কিভাবে একটু হিসেব করে বলবেন ?
আশা করি বুঝাতে পেরেছি।
মন্তব্য করতে লগইন করুন