*দাম্পত্য জীবনের বেহেশতি সুখ!*
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ২১ আগস্ট, ২০১৫, ০৫:৩৭:০৪ বিকাল
মহান আল্লাহ পাক এবং রাসুলুল্লাহ সঃ বিয়ের মধ্যেই মানুষের জীবনের রহমত ও বরকত নীহিত থাকার কথা বলেছেন। কিন্তু বর্তমানে অধিকাংশ বৈবাহিক জীবনেই সে রহমত বরকত বা সুখ শান্তি থাকে না। আজকাল দাম্পত্য জীবনে এই সুখটা যেন সোনার হরিন। এর প্রধান একটি নেপথ্য কারণ হল, রুসম রেওয়াজের মহা আড়ম্বর আর জাঁকজমকপূর্ণ বিয়ে। এসব করতে গিয়ে ঋনের যে মহা বোঝা মাথায় উঠে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বেলায় এই ঋনের ঘানি টানতে টানতে জীবনের সোনালি সময়ের কয়েকটি বছর চলে যায়।
বিয়েতে বেহিসেবি ব্যায়ের কারণে বিয়ের পরপরই শুরু হয় রেইসিং গেম। গাড়ির রেইস নয়; টাকা কামানোর এ এক কঠিন Racing Game. ঋনের বোঝা আর পরিবারের ব্যায়ভার দুটোর চাপে টাকা উপার্জনই হয়ে উঠে ছেলেদের একমাত্র লক্ষ্য, জীবনের মুখ্য উদ্দ্যেশ্য।
সঙ্গিনীকে সময় দেয়া, সম্পুর্ণ নিশ্চিন্তে মেন্টাল রিলাক্স নিয়ে দুটো মুহুর্ত একসাথে কাটানো, দুজনের অনুভুতি, চিন্তা ভাবনা আর ভাবের আদান প্রদান, একটু রিক্রিয়েশন সর্বোপরি পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো এবং অন্যান্য আত্বিয় স্বজনদের সাথে বন্ধন রক্ষা করা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিকেয় উঠে। জীবনের সুখের জন্য ব্যাপক অর্থবহ এবং জরুরী এসব ছোটোখাটো বিষয়গুলো মেইনটেইন করা সময়ের অভাবে দুঃসাধ্য হয়ে উঠে। প্রতি রাতেই দুজনের একই বিছানায় শোয়া হয়, কিন্তু এ ঘনিষ্টতায় কোন প্রানোচ্ছলতা থাকে না। ফলশ্রুতিতে দুজনের মধ্যে দুরত্ব বাড়তে থাকে। দুজনের মধ্যেই আরেকটি সত্বা বড় হতে থাকে যে নিজেকে খুবই একা এবং নিঃসঙ্গ অনুভব করে।
একজন স্ত্রীকে কেন্দ্র করে আবর্তিত পারিবারিক অঙ্গনটা যেখানে রাসুলের বাণী অনুযায়ী দুনিয়ায়ই বেহেশতের একটা টুকরো হয়ে উঠার কথা সেখানে সেটা হয়ে উঠে একটা পুরোপুরি যান্ত্রিক পরিবেশ, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। যেখানে মানুষ নামক যন্ত্রগুলো খাবে, খাটুনি খাটবে, টাকা উপার্জন করবে আর বছরে বছরে X ক্রমোজম আর Y ক্রমোজমের যান্ত্রিক মিশ্রনে একেকটি নতুন যন্ত্রের প্রোডাকশন দেবে। (এমুন কথায় কেউ আবার মাইন্ড কইরেন না!! ব্যাতিক্রম অবশ্যই আছে)
টাকা কামানোর রেসিং গেমের ব্যাস্ততায় কখন যে জীবনের রহমত-বরকত নামক সুখ পাখিটা অজানার পথে ডানা মেলে তা কেউ টেরই পায় না। তখন হাতে আসা কাড়ি কাড়ি টাকা, শরিরে লেপ্টে থাকা বিয়ের ভরি ভরি গহনা কিংবা লাখ টাকার শাড়ি লেহেঙ্গা কোনটাই আত্বার প্রশান্তির জন্য খোরাক যোগাতে পারে না।
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যা ঠিক বলেছেন। এ প্রতিযোগিতার যাতাকলে পিষ্ট হচ্ছে নিম্ন ও মধ্য বিত্ত মানুষ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু!
মন্তব্য করতে লগইন করুন