বর্বর হত্যার বিচার চাই বর্বরতা দিয়েই।

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৩ জুলাই, ২০১৫, ০২:৪০:৫১ রাত



বর্বর হত্যার বিচার চাই বর্বরতা দিয়েই।

ছাত্র লীগের ভায়েরা! আপনারা কি দেখেছেন এই ছবিটি? দেখেছেন বর্বর নির্যাতনের ফুটেজ? আপনাদের তো অনেক ক্ষমতা, অনেক প্রভাব। প্রশানসনের পেছনে আপনারা তো আরেকটি ছায়া প্রশাসন! সিভিলিয়ানরা নিজের হাতে আইন তুলে নেয়া কোনভাবেই আইনসিদ্ধ না হলেও প্রায়শঃই আপনারা তাই করেন। আমরা সব সময় এসবের প্রতিবাদের চেষ্ঠা করি। কিন্তু আজ! আজ প্রতিবাদ নয়। একটি করজোর অনুরোধ। মর্মান্তিকভাবে নির্যাতনে হত্যার শিকার রাজন নামের এই কিশোরের বিচারের ভার আপনাদের কাছেই অর্পণ করলাম। জানি, হত্যাকারীদের ধরা হয়েছে। জেলও হবে। তবে অর্থ এবং দুর্ণীতির সুযোগে জামিনটাও অনিবার্য, তাও জানি। আমরা এমন বিচার চাইনা। তাই আপনাদের কাছেই বিচার চাই। যে বন্যতার শিকার এই কিশোর, হত্যাকারীরাও তেমন বন্যতার স্বাদ আস্বাদন করুক, আমরা চাই। আর এমনটা আপনারাই পারবেন। কারণ, আপনারা অনেক ক্ষমতাবান। বন্যতায়ও আপনারা সিদ্ধহস্ত। বিশ্বজিৎ হত্যা এবং লগি বৈঠার ঘঠনায় আমরা তা দেখেছি। আমাদের মত করে পরিণতির কথা আপনাদের ভাবতে হয় না। দয়া করে এই বর্বর হত্যার বিচার বর্বরতা দিয়েই করুন। এতে করে ছেলেটির আত্না শান্তি পাবে। শান্তি পাব আমরাও। বিশ্বজিৎ হত্যার পাপটাও অনেকটাই মোচন হবে আশা করি।

সেলিম সামীর

নিউজ লিংক: http://www.banglamail24.com/news/2015/07/12/id/236243/

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329756
১৩ জুলাই ২০১৫ সকাল ০৭:৩৪
ছালসাবিল লিখেছেন : ভাষা হারিয়ে ফেলেছি Worried
১৩ জুলাই ২০১৫ রাত ০৯:৩৪
272062
মুক্ত কন্ঠ লিখেছেন : হারাবারই কথা!
329758
১৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৬
হতভাগা লিখেছেন : এদের কোন বিচার হবে না ।

এরা দলীয় ও প্রশাসনিক আনুকূল্য পেয়ে পার পেয়ে বহাল তবিয়তে থাকবে ।

রাজনদের যদি হাই প্রোফাইলের কোন নেতা থাকে হত্যাকারীদের নেতার চেয়ে প্রভাবশালী তাহলে জম্পেশ খেলা হবার সম্ভাবনা থাকবে ।

তবুও ওরা পার পেয়ে যাবে।
১৩ জুলাই ২০১৫ রাত ০৯:৩৯
272063
মুক্ত কন্ঠ লিখেছেন : এ জন্যই প্রয়োজন 'ভায়োলেন্স ফর 'জাস্টিস'!
329759
১৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৮
অপি বাইদান লিখেছেন :
১৩ জুলাই ২০১৫ সকাল ১০:০০
272020
অপি বাইদান লিখেছেন : ইসলাম ধর্মই বর্বরতা শিক্ষ দেয়........।
১৩ জুলাই ২০১৫ রাত ০৯:৪২
272064
মুক্ত কন্ঠ লিখেছেন : ও বাইদানী! এটা নিশ্চিত প্রমানিত চুরের জন্য। কার্যকর করতে ইসলামি শাসন ব্যবস্থা ও থাকতে হবে।
329762
১৩ জুলাই ২০১৫ সকাল ১০:০৪
অপি বাইদান লিখেছেন : ইসলাম ধর্মই বর্বরতা শিক্ষ দেয়..।

যে পুরুষ চুরি কে এবং নারী চুরি করে তাদের হাত কেটে নাও............


১৪ জুলাই ২০১৫ সকাল ০৬:৩৯
272115
ছালসাবিল লিখেছেন : Love Struck ডারলিং আখোছে আখে চার কারনে দো Love Struck
১৫ জুলাই ২০১৫ দুপুর ০১:৫৮
272321
মুক্ত কন্ঠ লিখেছেন : ও নেহি দ্যানগে, কিয়ুনকে ও সির্ফ দোয়াত মে ক্বলম দাখিল করনা হি ছিকহা হ্যায়।!!! Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File