আমি আমার পাতায় ঢুকতে পারছি না, সাহায্য চাই।

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১০ জুন, ২০১৫, ০১:৩৮:১৪ দুপুর

আমি লগ ইন করতে পারছি, কিন্তু আমার পাতায় প্রবেশ করতে পারছি না। এটা কি শুধু আমার সমস্যা? নাকি ব্লগের সাইটে সমস্যা বুঝতে পারছি না। আপনারা কেউ কি এমন সমস্যায় আছেন? সমস্যাটা কেন হচ্ছে? আমাকে ব্লক করা হল কি না? এ সমস্যার সমাধান কি জানতে চাই। ব্লগার ভাই বোনদের সাহায্য চাই।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325004
১০ জুন ২০১৫ দুপুর ০২:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লগিং এ ডুকা গেছে বাট, পাতায় ডুকা যাচ্ছে না। আর কয়েকদিনের পোস্টগুলোও দেখা যাচ্ছে না। বুঝতে পারছি ঘটনা কী?
325005
১০ জুন ২০১৫ দুপুর ০২:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লগিং এ ডুকা গেছে বাট, পাতায় ডুকা যাচ্ছে না। আর কয়েকদিনের পোস্টগুলোও দেখা যাচ্ছে না। বুঝতে পারছি ঘটনা কী?
১০ জুন ২০১৫ দুপুর ০২:২৬
267038
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনারও একই সমস্যা নাকি, আবদুল্রাহ ভাই?
325007
১০ জুন ২০১৫ দুপুর ০২:২৮
আবু জান্নাত লিখেছেন : অপেক্ষা করুন, হয়তো এখনো কাজ চলছে, আশা করা যায় ঠিক হয়ে যাবে।
১০ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
267055
মুক্ত কন্ঠ লিখেছেন : ব্লগের ডাটাবেইস প্রবলেম নাকি?
১০ জুন ২০১৫ রাত ০৮:২৩
267085
আবু জান্নাত লিখেছেন : গতকাল থেকে তাই মনে হচ্ছে।
325012
১০ জুন ২০১৫ দুপুর ০২:৪৯
অবাক মুসাফীর লিখেছেন : সমস্‌যা দুটো, নিজের পাতায় যাওয়া যাচ্ছে না... আর গত তিন দিনের সব পোস্ট গায়েব... এখন কথা হল সবুরে মেওয়া ফলতে পারে। আর যদি নাই ফলে, তাইলে আজীবন চিল্লাইলেও কাজ হবে না। সো,
325014
১০ জুন ২০১৫ দুপুর ০৩:০৯
ছালসাবিল লিখেছেন : শুকরিয়া করুন এটলিষ্ট তো কমেন্ট করে নিজেদের মনের কষ্টগুলো হালকা করছেন সাবাই Catch Hot Time Out

আলহামদুল্লিল্লাহ! Day Dreaming
১০ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
267057
মুক্ত কন্ঠ লিখেছেন : দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি!
১০ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
267058
মুক্ত কন্ঠ লিখেছেন : দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি!
তবুও আলহামদুলিল্লাহ!
325034
১০ জুন ২০১৫ বিকাল ০৫:৫৯
মুক্ত কন্ঠ লিখেছেন : ও! তাইলে আমি একা নই। আমার সাথে আরো অনেকেই আছেন।
325063
১০ জুন ২০১৫ রাত ০৮:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবারই এবই অবস্থা!!!
325068
১০ জুন ২০১৫ রাত ০৮:৪৪
আকবার১ লিখেছেন : আজকেই ঢুকতে পারলাম।
১১ জুন ২০১৫ রাত ১২:২৪
267144
মুক্ত কন্ঠ লিখেছেন : তয় আমরা ঢুকতে পারতাছি না ক্যান???
325120
১১ জুন ২০১৫ রাত ০৩:১৭
আবু মাহফুজ লিখেছেন : সকলেরই দেখি একই সমস্যা। হাসানুল হক ইনুর চেলারা সাহেব শেষ পর্যন্ত্য এ বুদ্ধি করলো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File