এদের দ্বারা বালের পাঁপের ঝুলিটাই পুর্ণ হচ্ছে!!!

লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৩ অক্টোবর, ২০১৪, ০৩:২২:২০ দুপুর

লতিব! লতিব সিদ্দিকীটার কি মাথা খারাপ হইছে? সবাই তা-ই ভাবছেন। তার নতুন দম্ভোক্তি-'আমি আমার বিশ্বাসে অঠল আছি, আমি আরও শক্ত কথা বলব, ধর্মদ্রোহী হব।' শুনে আপাতদৃষ্টিতে এটাই মনে হয়।

পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির অপরাধে মন্ত্রিত্ব হারানোর পরও তার কোনো আফসোস নেই। এতে তিনি কষ্ট পাননি। আর এত কিছুর পরও তিনি তার অবস্থানের কোনো নড়চড় করেননি।

টেলিফোনে যোগাযোগ করা হলে রোববার আবদুল লতিফ সিদ্দিকী বলেন, 'আমি আমার জায়গা থেকে সরছি না। আমি আমার বিশ্বাসে অটল রয়েছি। আরও শক্ত কথা বলব। এ জন্য যে শাস্তিই দেওয়া হোক না কেন, তা মাথা পেতে নেব। আমি ধর্মদ্রোহী হবো। আমার রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই। তবে সক্রেটিস হওয়ার সুযোগ আছে।' সুত্র: সমকাল

আওয়ামি লীগে এসব পাগলদের প্রাদুর্ভাব খুব বেশিই লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি এদেরকে দুষছিনা। আমার মনে হয়, এদের দ্বারা আওয়ামি লীগের পাঁপটাই বালেগ হচ্ছে। যেমন নতুন কান্ড ঘটিয়েছে বালের সাংসদ দারা। এসবের কারণে ব্যাক্তির চেয়ে তাদের দলের পাঁপের ঝুলিটাই পুর্ণ হচ্ছে। আর আল্লাহ সে পর্যন্তই সময় দেন।

আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273940
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৭
ইবনে আহমাদ লিখেছেন : তিনি সক্রেটিস হবার জন্য নয়। বরং শেখ হাসিনাকে রক্ষা করার জন্য এই কাজ করছেন।
সক্রেটিস হতে হলে যে হাইট লাগে তা আওয়ামীলীগের মধ্যে নেই।
১৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৩২
218001
মুক্ত কন্ঠ লিখেছেন : কিন্তু বিধিবাম! আওয়ামি লীগের পতনকেই তরান্বিত করছে।
274016
১৩ অক্টোবর ২০১৪ রাত ১০:২৭
তিতুমীর লিখেছেন : তসলিমার মতই তারও শেষ আশ্রয়স্থল কলকাতা!
১৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৪
218002
মুক্ত কন্ঠ লিখেছেন : কলকাতায় এসে তসলিমার কাছ থেকে রিচার্জ হয়েই মনে হয় ধর্মদ্রোহি হওয়ার দম্ভোক্তি করেছেন।
274081
১৪ অক্টোবর ২০১৪ রাত ০১:৩৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমি আরও শক্ত কথা বলব, ধর্মদ্রোহী হব।'

ধর্মদ্রহী হতে এখনো কিছু বাকি আছে নাকি??


১৪ অক্টোবর ২০১৪ রাত ০২:০৯
218034
মুক্ত কন্ঠ লিখেছেন : লতিবের ডিকশনারি অনুযায়ী এখনো বাকি আছে মনে হয়!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File